নবীজি ﷺ! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?
স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?
নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?
নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?
নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?
এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।
محمد صالح المنجد فقيه وداعية وعالم دين إسلامي، ولد في 30/12/1380 هـ ، نشأ وتعلم في المملكة العربية السعودية
ونشأ في الرياض . وأنهى المرحلة الأولى من تعليمه الابتدائي والمتوسط والثانوي في مدينة الرياض. ثم أنتقل إلى مدينة الخبر ودرس وتخرج من جامعة الملك فهد للبترول والمعادن بشهادة بكالوريس إدارة صناعية.
সর্বশ্রেষ্ঠ মানবের জীবনী পড়ার কোন তুলনা হয়না তা সে যত বইই পড়ি না কেন অতৃপ্তি থেকেই যায়! এই বইটি ঠিক নবীজির গতানুগতিক জীবনী নয়। নবীজির সাংসারিক জীবনকে তুলে ধরা হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লালাহু আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শস্বরূপ। সাধারণ মানুষদের জন্য সেই আদর্শের চিত্র সহজ কিন্তু সুন্দর গল্প আকারে লেখা হয়েছে। বইটি পড়ে খুবই ভাল লেগেছে। কত সুন্দর, সাদাসিধা কিন্তু মহিমান্বিত জীবনযাপন করেছেন তিনি। নিজের স্ত্রী থেকে শুরু করে সুদূর কোন দেশের বাদশাহ, সবার প্রতি তাঁর ব্যবহার কত আন্তরিক তা জানতে এবং নিজের পারিবারিক জীবনকে রাসূল সাল্লালাহু আলাইহিস সালাম এর অনুসরণে সুখময় করে তুলতে বইটি পড়ার বিকল্প নেই।
সুন্দর বইখানা।বইয়ের পাতায় পাতায় রাসূল (সা) এর ঘটনা উঠে এসেছে।বিবি,বাচ্চা,আত্মীয়- স্বজন, নাতিদের সাথে কেমন ছিল তাঁর ব্যবহার।
বইটা পড়া উচিত এবং সে অনুযায়ী চলতে পারলে সংসারে অনেক সমস্যাই তৈরি হবে না কারণ এমন পরিস্থিতিতে রাসূল (সা) কী করেছেন সেটা আমাদের সামনে থাকবে।ওই পদ্ধতি আমাদের গাইড করবে সমস্যা থেকে উত্তরণের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জানার আগ্রহ আমার বিপুল। সেই আগ্রহ থেকেই সীরাতে রাসূল ﷺ–এর বিভিন্ন বই সামর্থ্যানুযায়ী সংগ্রহ করি এবং প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
সীরাতের বেশিরভাগ বইতে রাসূলুল্লাহ ﷺ–এর জন্ম-পূর্ব অবস্থা, মাক্কী জীবন, মাদানী জীবন, গাজওয়াত (যুদ্ধ) ইত্যাদি বিষয়ের বিস্তারিত আলোচনা থাকে। কিন্তু সংসার জীবনে তিনি কেমন ছিলেন ? স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল, প্রতিবেশী, আত্মীয়স্বজন, ছেলে–মেয়ে, নাতিনাতনিদের সঙ্গে তার আচরণ কেমন ছিল এসব বিষয় তেমনভাবে আলোচিত হয় না।
এই বিষয়গুলো নিয়েই লেখা হয়েছে “নবীজির সংসার” বইটি। বইটি পড়তে পড়তে আমি সত্যিই বিহ্বল হয়ে গেছি—সবার সঙ্গে কত সুন্দর, কোমল, অমায়িক ছিলো রাসূল ﷺ–এর আচরণ! স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার, প্রতিবেশীদের প্রতি সদাচরণ, সন্তানদের প্রতি অপরিসীম মমতা—আমাদের বর্তমান সমাজের জন্য একেকটি অনন্য শিক্ষার মতো।
আমরা যদি জীবনে রাসূল ﷺ–এর এই শিক্ষাগুলো আন্তরিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনধারায় আসবে বড় পরিবর্তন। কমবে দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদের হার; থাকবে না মানুষে মানুষে দ্বন্দ্ব, ইসলামি নীতি–নৈতিকতার আলোকে বড় হবে প্রতিটি শিশু।
নববিবাহিত দম্পতিদের জন্য এটি সত্যিই একটি অবশ্য-পাঠ্য বই।
এছাড়া বিবাহিত কোনো দম্পতিকে উপহার দেওয়ার জন্যও এটি একটি অসাধারণ এবং উপকারী বই ।
নবীজি (সাঃ)। আমাদের মুসলিমদের একমাত্র রোল মডেল, একমাত্র আদর্শ। আমরা এটা তো জানি, কোন কাজটা করা সুন্নাত, কোনটা ফরজ, কোনটা করতে হবে, কোনটা না কিন্ত পরিবারের দায়িত্ব পালনের ক্ষেত্রেও কি আমরা সেগুলি জানি? বা পরিবারের সাথে নবীজি (সাঃ) কেমন ছিলেন? দুই একটা প্রচলিত হাদীস ছাড়া বেশিরভাগই আমাদের অজানা। হুজুররা রোমান্টিক নন বা বাচ্চাদের সাথেও খুব বেশিই কড়া বা কথাই বলেন না.. এমন অনেক শোনা যায়। অথচ পরিবার পরিজনদের সাথে কেমন আচরণ করতে মহানবী (সাঃ) আদেশ দিয়ে গিয়েছেন, কেমন দিক নির্দেশনা রেখে গিয়েছেন তা ভাবলেও অবাক লাগে। কতটা নরম মন ছিল তার? স্ত্রী আয়িশা (রাঃ) এর সাথে খেলাধুলা করা, কন্যা ফাতিমা (রাঃ) বিয়ের পর দেখা করতে এলে চুমু দিয়ে অভিবাদন করা, শিশু আনাস (রাঃ) এর ছোট্ট পাখি মারা যাওয়ায় ব্যথিত হওয়া, প্রিয় নাতিরা পিঠে উঠে খেললে খেলা শেষ না হওয়া পর্যন্ত সিজদাহ দীর্ঘায়িত করা, প্রিয় সাহাবাদের মৃত্যুতে চোখের পানি ফেলা.. অথচ ভুল করলে প্রিয় তরুণ সাহাবার কান ধরে ঠিক করে দেয়া, প্রিয় চাচার সম্পদের ওপর আকর্ষনকে কঠিনভাবে অপমান না করে দৃঢ়তার সাথে “না” বলা, দিনের পর দিন না খেয়ে থাকলে সাদাকাহ না নেয়া.. কি সহজ স্বাভাবিক কিন্ত অসাধারণ একজন মানুষ! সত্যি বলতে কি, মুখস্ত করার মত হাদীসগুলিও আমরা পড়েই যাই, অনুভব না করেই। কিন্ত এই বইটার বর্ণনা পড়লে মনে হয়, হাদীসগুলো চোখের সামনে পালন করতে দেখছি। অন্তত আমার কাছে মনে হয়েছে।