মানুষ কি সত্যিই এই সবুজ পৃথিবীর সর্বশেষ সন্তান এবং সকলের মাথায় চড়ে বসা প্রভু প্রজাতি? নাস্তিক বলবেন, হ্যাঁ। আস্তিক বলবেন, না। সবার উপরে ঈশ্বর আছেন। কিন্তু এই দু'পক্ষই যদি ভুল হন? যদি এর থেকে কোনো ভয়াল অতীত থেকে থাকে মানুষের? যদি অতীতের নিথর কবরে, কিম্বা সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে থাকে তার সেই অন্ধকার সৃষ্টিকর্তার দল?... কেমন হয় তবে?... শুধু আতঙ্ক? নাকি আরও বড় কোনো নাটকের আশ্চর্য পটভূমি?... তারা হয়তো আছে। হয়তো আছে তাদের বিপক্ষরাও। হয়তো রক্তক্ষয়ী লড়াই চলছে অবিরাম!... দেবজ্যোতি ভট্টাচার্যর টানটান কলমে পড়তে শুরু করলে শেষ না করে উপায় নেই।
মানুষ কি সত্যিই এই সবুজ পৃথিবীর সর্বশেষ সন্তান এবং প্রভু প্রজাতি? নাস্তিকরা বলবেন - হ্যাঁ । আস্তিক বলবেন - না... সকলের মাথার ওপর ঈশ্বর আছেন । কিন্তু এই দুইপক্ষই যদি ভুল হন ? যদি এর চেয়ে কোনো ভয়াল অতীত থেকে থাকে মানুষের ? যদি অতীতের নিথর কবরে, অথবা সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে থাকে তার সেই অন্ধকার সৃষ্টিকর্তার দল ? যদি কোনো মানুষের মেয়ে এক নির্জন পাহাড়ের ঢালে এক সন্ধ্যায় হঠাৎ করেই খুঁজে পায় তার আসল রূপ, যে স্বরূপ মানুষের নয়... কেমন হবে তবে ? স্টেজে মাকড়সার খেলা দেখাতে দেখাতে কোনো মানুষ যদি অনুভব করে তার নিজের মধ্যে অদ্ভুত পরিবর্তন... অনুভব করতে থাকে তার প্রকৃত স্বরূপ, কেমন হবে তবে ? শুধুই কি আতঙ্ক, নাকি তার থেকেও ভয়ঙ্কর কোনো নাটকের পটভূমি ?
আরাকিয়েন কারা ? অর্ধ-আরাকিয়েন ই বা কি? কি লেখা আছে ‛আমাসাদোমের পুঁথি’তে ? শতাব্দীর পর শতাব্দী ধরে আরাকিয়েনদের বিরুদ্ধে অস্ত্র ধরা একদল সন্ন্যাসী-যোদ্ধা ‛ঔধীশ’দের উদ্দেশ্য কি ? মানব-আরাকিয়েন মিলিত সভ্যতা কি গড়ে উঠবে কখনো? নাকি তাদের মধ্যে চলতেই থাকবে অবিরাম রক্তক্ষয়ী লড়াই ?
বর্তমানে বাংলা সাহিত্যে ‛রহস্য-রোমাঞ্চ-কল্পবিজ্ঞান’ জঁরটি নিয়ে যারা অবিরত চর্চা করে চলেছেন, ‛দেবজ্যোতি ভট্টাচার্য’ তাদের মধ্যে অন্যতম । ‛তক্ষক’ পড়েই প্রথম তার লেখার সাথে পরিচয়... অসাধারণ লেগেছিল ঐ উপন্যাস , এক নিশ্বাসে শেষ করেছিলাম । ঠিক একই অনুভূতি আবারও হল এই বইটি পড়তে গিয়ে । ১৩৫ পাতার মেদহীন একটি বইয়ে বিবর্তনবাদ-মাইথোলজি এবং ফিকশন মিশিয়ে এমন একটি জগতের ছবি তুলে ধরেছেন লেখক... যা আপনাকে চুম্বকের মতো টেনে রাখবে বইয়ের শেষ অক্ষর অবধি । অসম্ভব সুন্দর বর্ণনা এবং গল্প বলার ভঙ্গি আপনাকে নিয়ে যাবে ঐ অদ্ভুত জগতের মাঝে । যেখানে আপনি নিজে খুঁজতে থাকবেন উপরের সব প্রশ্নগুলির উত্তর ।
সাইন্স ফিক্শন আর মিথোলজি মিশিয়ে তৈরী এই গল্প। গোটা বই জুড়ে এই একটিই গল্প "ওরা মানুষ ছিল না।" দুদিনে গোটা গল্পটা গলাদ্ধকরণ করার পর যা মনে হয় বলছি। গল্পের প্লট ভাবনা চিন্তার বাইরে, তবে সাইন্স ফিক্শন genre তে সাধারণত তাইই হয়। মানব সভ্যতার এক কাল্পনিক ইতিহাস নিয়ে সুন্দর করে সাজিয়ে লেখা গল্প। বিবর্তনবাদ আর মিথোলজি কে একসাথে চটকে পাটকে মেখে একটি সুখাদ্য প্রস্তুত করা হয়েছে যার স্বাদ আপনি ভুলতে পারবেন না। গল্পের প্রথম থেকে শেষ অব্দি সাসপেন্স বজায় থাকবে তবে আতঙ্কের মতো কিছু নেই। গোটা গল্পটা দুই পক্ষের যুদ্ধ-গাথা নিয়ে। যা শুনতে শুনতে আপনি বিভোর হয়ে যাবেন, হারিয়ে যাবেন এই কাল্পনিক ইতিহাসের পাতায়। লেখার ধরণ একদম ধারালো ও মেদহীন। গল্পের শেষ তবে অসমাপ্ত। সম্ভবত সকল এর জন্য তুলে রেখেছেন লেখক।
প্রথম কিছু পৃষ্ঠা খুবই বিরক্তিকর লাগছিলো। পড়া বাদ দিয়ে দিতে চাইছিলাম। পরে ভাবলাম আরেকটু পড়ে দেখি। তারপর তো পুরোপুরি ডুবে গেছি কাহিনিতে! . . . . . . . কিন্তু শেষ পৃষ্ঠা পড়ে যদি জানতে পারি, সবচেয়ে সেরা অংশে গিয়ে কাহিনী শেষ! তখন কেমন লাগে? আগেই বলে দেয়া উচিত ছিলো যে, এই কাহিনী ১ খন্ডে সমাপ্য নয়।
This entire review has been hidden because of spoilers.