"পুলিশ মাতাল ভেবে ধরেছিলো, মদের গন্ধ পায়নি গা জুড়ে কেবল কবিতার গন্ধ!"
শওকত শাওন, মানসিকতায় কাব্য ধারণ করা এক চিত্রশিল্পী। জন্ম ও বেড়ে ওঠা চিরহরিৎ গাজীপুরে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের "অঙ্কন ও চিত্রায়ন" বিভাগে। তার প্রথম কাব্যগ্রন্থ "একটি হুতুম হবো" আমাদের পরিচয় করিয়ে দিয়েছে চিরন্তন অনুভূতির নতুন এক কাব্যধরনের সাথে। আমরা অবাক হয়ে লক্ষ করেছি তার সহজ সত্যের অন্যরকম সুন্দর প্রকাশ। তারপর আমরা সাগ্রহে অপেক্ষা করেছি তার নতুন লেখার জন্য। "তারপর, কেমন আছো?" দিয়ে তিনি আমাদের সেই প্রত্যাশা আবার বাড়িয়ে দিলেন। এবারের কবিতাগুলো আরো পরিণত, আরো সংযত, আরো মোহময়।
"যন্ত্রণা উড়ে যাক বেলুন হয়ে; আকাশ তুই হয়ে যা আলপিন!"
Showkot Shawon, a young Bangladeshi born poet and painter. Completed his graduation and Post Graduation from "Drawing and Painting" Department of Dhaka University. His first book of poetry "Ekta Hutum Hobo" introduced us to a new poetic form of eternal feeling. We marvelled at his otherwise beautiful expression of simple truth. Then we eagerly waited for his new writings. "Tarpor, kemon acho?" He raised our expectations again. After a gap of three years, his third book of poetry, "Shunyer Paranoia".
কবিতা তেমন একটা বুঝিনা তাই কিছু কবিতা মাথার উপর দিয়ে গেছে। কিন্তু চার পাঁচ লাইনের কবিতা বা ছড়া গুলো কলিজায় এসে লেগেছে। কিছু কবিতা পড়ার সময় মনে হচ্ছিলো যেন আমারই লেখা। বুঝতেই পারছেন কতটা মনের কথা লিখতে পেরেছেন কবি সাহেব। কবিতা পছন্দের হলে বইটি পড়তে পারেন।