- স্মৃতি সততই সুখের
- প্রতিভা বসু
- প্রকাশক - দে’জ পাবলিশিং
- মুদ্রিত মূল্য - ৫৫০/-
যে বইয়ের উৎসর্গপত্রে মন ভারাক্রান্ত করা লেখা 'তাঁদের জন্য যাঁদের আর কখনো দেখবো না। আর সেই পরিজনদের জন্য, যাদের কাছে আমিও অচিরেই স্মৃতিতে পর্যবসিত হবো', সেই বইয়ের পাতায় পাতায় যে এমন সততই সুখের স্মৃতির বুনন সম্ভব তা কে জানত ।
সহজ এবং সাবলীল, আটপৌরে কিন্তু সম্ভ্রান্ত - প্রতিভা বসুর রচনা 'স্মৃতি সততই সুখের' সব মিলিয়ে একটি মনোজ্ঞ ভ্রমণসাহিত্য । আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সঙ্গে তাঁর নিজস্ব স্মৃতিচারণা । সেই সঙ্গে প্রতিটি শহর যার ‘অলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ধূলিকণায় ইতিহাস বিধৃত হয়ে আছে' তার অমলিন ধারাবিবরণী । আর আছেন বুদ্ধদেব বসু । ডাকসাইটে সাহিত্যিক, আন্তর্জাতিক সাহিত্যমহলের এক সুবিশাল নাম আবার বাঙালিয়ানার এক মূর্ত প্রতিভূ । এহেন ব্যক্তিত্ব সারা বইটি জুড়ে আছেন কিন্তু প্রতিভা বসুর লেখনীগুণে কোনো সময়ই তাঁর ভাবমূর্তিকে আরোপিত বা কাহিনীর থেকে বড় মনে হয়নি । ম্যানহাটনের জ্যামিতি ও বিশ্বজনীনতা, লন্ডনের গাম্ভীর্য, প্যারিসের উদ্বেলিত ফুর্তির বন্যা, আমস্টারডামের বিমর্ষতা, কোপেনহেগেনের খোলামেলা মুক্তির নিঃশ্বাস, রোমের মাধুর্য অথবা এথেন্সে পূর্ণিমার চাঁদে উদ্ভাসিত আক্রোপলিসের সৌন্দর্য প্রতিটি প্রসঙ্গই এসেছে এক সুসংগত ও অবিচ্ছিন্ন প্রবাহের মধ্য দিয়ে ।
ঐতিহাসিক, শৈল্পিক, প্রাকৃতিক, ভৌগোলিক, পারিবারিক সম্বন্ধীয় তথ্যে বইটি ঠাসা কিন্তু প্রতিটি বিষয় প্রতিভা দেবী তুলে ধরেছেন প্রাসঙ্গিকতার দৃষ্টিকোন থেকে - ফলে কোনো সময় পাঠককে তথ্যের ভারে ন্যুব্জ হয়ে পড়তে হয় না ।
দে’জ পাবলিশিংকে অশেষ ধন্যবাদ বইটির অখন্ড সংস্করণ প্রকাশের জন্য ।
লেখাটি শেষ করব এই ভ্রমণকাহিনীর সবচেয়ে অভিভূত করা অধ্যায়টি নিয়ে দুচার কথা বলে । কীটস্-শেলীর স্মৃতিভবন দর্শনের অধ্যায়টি পাঠকের মনে এক অনির্বচনীয় বেদনার উদ্রেক করে । লেখক স্বীকার করেছেন, 'কিন্তু সহস্র হৃদয়গ্রাহী সমৃদ্ধ রোমের সব কিছু দর্শনীয়ের শেষে যে স্থানটি দেখে অত্যন্ত অভিভূত ও ভারাক্রান্ত হলাম সেটি একটি ছোট্ট স্মৃতিভবন ।' জীবনের শেষপ্রান্তে রোগাক্রান্ত কীটস্ রোমের যে বাড়িতে তাঁর বন্ধু সেভার্নের সঙ্গে মৃত্যুর জন্যে অপেক্ষা করেছিলেন সেই স্মৃতি ও সেই বেদনাঘন কাহিনীর পটভূমিকা লেখক তুলে ধরেছেন এক মর্মন্তুদ রচনার মাধ্যমে । আর পরিদর্শনের শেষে ভারাক্রান্ত বুদ্ধদেবের অভিব্যক্তি '.. সাম্রাজ্যের ধ্বংসস্তুপ নয়, ক্যাথলিক ধর্মের গরিমা নয়, এমনকি শিস্টিন চ্যাপেলও নয়, এই দুটি স্থানের মহিমাই রোমকে কবিতার মতো এক গোপন মাধুর্য ও বেদনায় আচ্ছন্ন করে আছে ।'