ফ্যান্টাসি ঘরানায় বিশেষত কাল্পনিক বিশ্ব নিয়ে এরকম স্বাদু গল্প বাংলায় আমি সুমিত বর্ধন বাবুর লেখা ব্যতীত অন্য কিছু পড়িনি। অনবদ্য রচনা। যুদ্ধ, প্রেম, বিজ্ঞান, সমাজ দর্শন মিলিয়ে এ বই এক অভূতপূর্ব সৃষ্টি। দুটি উপন্যাস রয়েছে এই বইতে ১) অন্য কোনোখানে, ২) শেষ বিচার। প্রকাশক বইচই এবং মুদ্রিত মূল্য 277