What do you think?
Rate this book


175 pages, Paperback
First published December 1, 1999
প্রেমিকেরা একদিন স্বামী হয়।স্বামীরা তারপর আর
প্রেমিক থাকে না।
আমি দেখি
একটা দিন,আরেকটা দিনের মতো
আরেকটা দিন,আরেকটা দিনের মতো
একইরকম, অস্থিসার,ফাঁকা
যখন সময় এসে দাবি করে,ওহে ভদ্র,কিছু একটা করো
আমি তো ঝাঁপিয়ে পড়ি অন্ধকারে
বোমা ভেবে যা কিছু ছুঁড়ি না কেন,রংমশাল হয়ে যায় সব।
টবের মাটিতে আজও দুই পা ডুবিয়ে,হাত ছড়িয়ে দাঁড়ালে
শরীরে কি ফুল হবে?
আঙুলের থেকে পাখি,উড়ে যাবে,দুরূহ আকাশে?
বিশাল ঘুমের মধ্যে বাক্সবন্দী আমার জীবন কেটে গেছে।
পশ্চিম বাংলার এই হেলে পড়া রাতে আজ কবুল করছি
মৃত্যু বড়ো জ্বালাতন করেছিল
জীবনও জ্বালিয়েছিল খুব-
তবু ছিল কিছু একটা-হয়তো মানুষজন্ম-হয়তো তোমার বৃষ্টিমুখ।