Harishankar is a promising Bangladeshi author. The most significant point to notice is that all the four novels produced from Harishankar's pen sketch the life of the downtrodden, some of whom are from among fisherfolks, some from among prostitutes and some others are the 'harijons' or 'methors'.
"মানুষের মন বড় সন্দেহপ্রবণ। কু ভাবতে পছন্দ করে বেশি। ভালোটার দিকে নজর নেই মানুষের। খারাপের দিকে খেয়াল তার। ভাগ্যিস, মানুষ অন্তর্যামী নয়। যদি অন্যের মনের কথা মানুষ বুঝতে পারত, তাহলে প্রতিনিয়তই অনেক অঘটন ঘটে যেত এই পৃথিবীতে।"
অবশেষে "প্রস্থানের আগে" পড়া শেষ হলো 🙂। বইটার পরতে পরতে ঘটনার মোচর। রয়েছে মানুষের উল্লাস-আর্তনাদ, রিরংসা-জ্ঞাতিশত্রুতা, লোভ-হিংসা, বিরহ -বাৎসল্য বইটির পাতায় পাতায়।
একটা মানুষের জীবনে যে কতরকম উত্থান পতন ঘটে, সময়ে সময়ে পরিস্থিতি ভেদে মানুষ যে কত রকমে নিজের স্বরূপ পরিবর্তন করতে পারে, নিজ স্বার্থ উদ্ধার করার জন্য কি-না করতে পারে তার কিছু বিবরণ রয়েছে এই "প্রস্থানের আগে"। পড়া শেষে বইটার কিছু কিছু প্রেক্ষাপট আমার ভাবনার জগতে বিচরণ করছে।