Jump to ratings and reviews
Rate this book

গল্পগুলো অন্যরকম

Rate this book
জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প। প্রতিটি বাঁক একেকটি উপাখ্যান। অথবা, জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি—যেখানে ঝুম-বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনির মতো লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা কোনো নদী কিংবা আকাশ ভেঙে ঝরঝর করে নেমে আসা কোনো শ্রাবণ-দিনের বৃষ্টি? জীবন কি নিছক উথাল-পাতাল কোনো তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর? না। জীবন এর চেয়েও বেশিকিছু। জীবন এর চেয়েও বেশি দুরন্ত, বেশি চঞ্চল আর বেশি আকস্মিক। জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি...


লেখকবৃন্দঃ আরিফ আজাদ , মাহমুদুর রহমান , আরমান ইবনু সোলায়মান , শিহাব আহমেদ তুহিন , আলী আব্দুল্লাহ , আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ , শেখ আসিফ , মুরসালিন নিলয় , আরিফ আবদাল চৌধুরী।
লেখিকাবৃন্দঃ সিহিন্তা শরীফা , নুসরাত জাহান , আনিকা তুবা , যাইনাব আল-গাযী , আফীফা আবেদীন সাওদা , সানজিদা সিদ্দীকা কথা , সারওয়াত জাবীন আনিকা , সাদিয়া হোসাইন , শারিন সফি আদ্রিতা।
সম্পাদকঃ আকরাম হোসাইন , আব্দুল্লাহ মাহমুদ , আবুল হাসানাত

216 pages, Paperback

Published August 1, 2019

22 people are currently reading
366 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
104 (44%)
4 stars
79 (33%)
3 stars
34 (14%)
2 stars
5 (2%)
1 star
12 (5%)
Displaying 1 - 30 of 38 reviews
Profile Image for Rifat.
501 reviews327 followers
March 23, 2021
The world is so full
Of a number of things,
I'm sure we should all
Be happy as kings.
কতকিছু আছে সাধারণ মানুষের! একটি জীবনকাল, পরিবার-পরিজন, প্রিয় মানুষ, ছোটখাট স্বপ্ন, আশা, ভরসা, সৃষ্টিকর্তার কত নিয়ামত, কত কিছুই না আল্লাহ তা'য়ালা দুনিয়াতে দিয়েছেন! তারপরও মানুষ খুব একটা সুখী কিন্তু নয়। মানুষ আশাহত হয় আবার অন্যকে দেখে শিক্ষাও নেয়; সঠিক পথে ফিরে আসে; ধৈর্য্য ধারণ করে।

এই বইতে মোট ৩৫ টি গল্প আছে। অনেক গল্পই বাস্তবতা নির্ভর আর সত্যঘটনা থেকে নেয়া। কয়েকটা গল্প একটু কম ভাল লেগেছে, ২টা ভালোই লাগেনি, তবে বেশিরভাগ গল্পই অনেক ভাল লেগেছে। ১০/১২টা গল্প এতো ভাল লেগেছে যে শুধু ঐগুলোর জন্যই অনেক তারা দেয়া যায়।


***বইটা আমি বান্ধবীর থেকে গিফট পেয়েছি। আমি যখন অনলাইনে বইয়ের অর্ডার প্লেস করতেছিলাম বান্ধবী এসে বলতেছে, 'এই বাবু!! বইটার কালার সুন্দর অনেক। আমিও কিনছি। এইটার টাকা আমি দেবো! আমি এইটা তোমারে গিফট দিলাম'😅

~৯ ডিসেম্বর, ২০২০
Profile Image for Abu Rayhan Rathi.
108 reviews
January 20, 2022
চমৎকার কিছু ছোট গল্প দিয়ে সাজানো বইটা। গল্পগুলো আসলেই অন্যরকম :)
Profile Image for Jenia Juthi .
258 reviews64 followers
September 2, 2020
কিছু বই সবার সামনে পড়া যায় না,কখন যে চোখ বেয়ে পানি পড়তে থাকে টের এই পাওয়া যায় না।এই বইটাও ঠিক এমন একটা বই!
এই বইয়ের একটা লাইন বারবার মনে পড়ছে-

"আমি ভয় পাচ্ছি।আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার ভয়।কোনো অজানা আশঙ্কায় নয়,সত্যকে আলিঙ্গন করতে ভয় পাচ্ছি আমি...."

প্রিয় সব লেখক/লেখিকাদের লেখা গল্প নিয়ে বইটা,পছন্দ তোহ হবেই।নামের সাথে বইটার কী সুন্দর মিল❤গল্পগুলো আসলেই অন্যরকম।প্রায় গল্পগুলোই সত্য ঘটনা অবলম্বনে।
Profile Image for Royhana Akter Rimu.
73 reviews4 followers
January 14, 2021
Recommended

বইটার প্রতিটা গল্পের সারাংশ অনেক সুন্দর ছিল। কিছু কিছু গল্প পড়ে চোখে পানি চলে আসছিল।
সব থেকে মজার ব্যাপার হলো বইটা ১৫০ পেজও ক্রস করতো না। কিন্তু বইটা টোটাল ২১১ পেজের। অতিরিক্ত ডিজাইন, অতিরিক্ত লাইন স্পেসিং,অতিরিক্ত ওয়ার্ড স্পেসিং আর সব থেকে হতাশাজনক হলো একটা গল্প শেষ হওয়ার পর নতুন আরেকটা গল্প শুরু করা হয়েছে অন্য পেজ থেকে। তাও আবার অন্য পেজের মাঝ থেকে। প্রচুর পরিমাণ পেজের অপচয় করে বইটাকে জাস্ট মোটা বানানো হয়েছে।




আর প্যাপারব্যাক কভারের বই এর জন্য চড়া মূল্য নেওয়া হয়। হ্যা ঠিক আছে, আপনারা ভাল পেজ দেন বাট কভারও তো ভাল হওয়া দরকার।
আপনারা ইসলাম প্রচার করেন। অথচ জানেনই না অপচয়কারী শয়তানের ভাই।
ভন্ডামী বাদ দেন। ইসলামের নামে ব্যবসা করা বন্ধ করুন।
আর প্রকাশনীতে যারা গল্পগুলো সিলেক্ট করেন তারা কি গল্পের লেখনী নিয়ে একটুও ভাবেন নি? কিছু কিছু গল্পের লেখনী এতটা বাজে ছিল যে সত্য ঘটনাও আজগুবি মনে হইছে।
Profile Image for Sarina.
424 reviews121 followers
September 15, 2019
What a remarkable book! Nearly every story made me tear up. I wish everyone could experience this joy of being immersed in such a wonderful, memorable, inspiring, enthralling, emotional and good read.

প্রায় প্রতিটি গল্পই হৃদয়স্পর্শী। একটু আগে শেষ পাতাটা যখন উল্টালাম, আর কিছু পড়ার নেই দেখে একটু অবাকই হলাম। মনে হচ্ছে, বইটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল! ভালো বইগুলো বুঝি এমনই হয়।
সবচেয়ে বড় ব্যাপার, কিছু গল্প আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আরো ভালো হবার। দুআ করি রহমানুর রহীম, সর্বশক্তিমান ও অন্তর পরিবর্তনের ক্ষমতাধর মহান রব, আল্লাহ্-র কাছে, যেন এ বইটির উছিলায় আমাকে ও অন্য সবাইকে ভালো অভ্যাস গুলো আপন করে নেয় ও শক্ত করে আমৃত্যু ধরে রাখে। মাশা'আল্লাহ্ ও বারাকাল্লাহ্! এ বইয়ের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির জন্য। আলহামদুলিল্লাহ্ যে এ বইটি পড়ার, অনুধাবনের ও ইনশাআল্লাহ্ এ থেকে আমলের শক্তি আমি আমার রবের অনুগ্রহে পেয়েছি।
Profile Image for Najifa  Tabassum.
3 reviews
April 17, 2020
This book is good. Because it contains humans life story which is different. When you read this book, it'll remind you that Quran and Sunnah are connected in our life what we avoided. At last, I request you to read this book and I'm sure you'll love this book so much.
Profile Image for ইসরাত জাহান ইশা.
47 reviews61 followers
January 3, 2022
হ্যাঁ...গল্পগুলো সত্যিই অন্যরকম। মন ভালো করার মতো, ভাবনায় ফেলে দেয়ার মতো এবং হৃদয় ছুয়ে যাওয়ার মতো।।
Profile Image for فَرَح.
188 reviews2 followers
April 11, 2022
প্রত্যেকটা গল্পই ভালো লাগার মতো। যদিও কিছু গল্পের লেখনী একটু মেকি লেগেছে। মানে একটু খাপছাড়া আরকি। তবু মূল বার্তাটা হৃদয় ছুঁয়ে যাবেই।
2 reviews
July 15, 2021
গল্পগুলো সত্যি অন্যরকম। ৩৫টি ছোটগল্প নিয়ে লেখা বইটিতে প্রতিটি গল্পই আপনাকে একটি করে ম্যাসেজ দিয়ে যাবে । গল্পগুলো পড়লে নিজের মধ্যে একটা পবিত্র অনুভূতি জাগে। আত্মার পরিশুদ্ধতার জন্য বইটি চমৎকার ।
Profile Image for Md Siamul Islam Soaib.
13 reviews
April 19, 2021
সত্যি বলতে আজে বাজে উপন্যাস পড়ার থেকে এমন হৃদয়স্পর্শী গল্প গুলো পড়লে সত্যি ভালো লাগে ।
Profile Image for Rakib Rahat.
20 reviews1 follower
October 15, 2021
নামটির সাথে বইটির একেবারে শতভাগ মিল রয়েছে। গল্পের আড়ালে বইটিতে যেন নিজের জীবনের কিছু খন্ডচিত্র দেখতে পেলাম।
5 reviews
November 15, 2021
নিত্যদিনের বয়ে চলা জীবনে যেসব ক্ষুদ্র ঘটনা অসামান্য পরিবর্তন এনে দেয়, লাগিয়ে দিয়ে যায় রবের সন্তুষ্টির ছোঁয়া। "গল্পগুলো অন্যরকম" তেমন ৩৫টি ক্ষুদ্র ঘটনার সমষ্টি।

বইটির গল্পগুলোর সব চরিত্র ছড়িয়ে আছে আমাদেরই চারপাশের মানুষদের মধ্যে। কারো না কারো অব্যক্ত কোনো কথামালা গল্পরূপে ফুটে উঠেছে বইটির পাতায়। আর তাদের প্রত্��েকের আবেগ, রাগ, ধৈর্য, আশা, অভিযোগ, ভালোবাসা, বেদনা, স্মৃতি, ভরসা, ত্যাগ যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মহান রাব্বুল আলামিনের দরবারে গিয়ে।
কেউ ফিরে পাওয়ার আনন্দে , কেউ হারিয়ে ফেলার বেদনায় আবার কেউবা শুধু জীবনের খেই ধরতে পারার জন্যে রবের কাছে মুখাপেক্ষী। তাদেরই সেসব মূহুর্তের লিখিত রূপ "গল্পগুলো অন্যরকম"

ছোটগল্প আমার কাছে ভালোলাগার আরেক নাম। সেটা আরো বেড়ে যায় যখন গল্পগুলোকে একেবারে মনের কাছ থেকে অনুভব করা সম্ভব হয়। "গল্পগুলো অন্যরকম" বইটিও ঠিক আমার মনের ভালোলাগার বিরাট এক অংশ দখল করে ফেলেছে তার ভিতরের অনিন্দ্যসুন্দর গল্পগুলো দিয়ে। কেন এই গল্প সংকলনটি এতো ভালো লাগার মতো সেটা আমার অবশ্যই বলে শেষ করতে হবে। তা না হলে সবাই জানবে কি করে?

বইয়ের ভিতরের যে ৩৫টি গল্প রয়েছে তার মধ্যে একটি গল্পও ছিলো না যেটা আমার মনকে নাড়া দিতে সক্ষম হয়নি। বরং প্রতিটি গল্প শেষ করার পর মনে হয়েছে এটিই আমার প্রিয়, আবার পরের গল্পে সেই ধারণা বদলেছে। আবেগাপ্লুত হয়ে শেষ করেছি একটার পর একটা গল্প। একেকটি গল্প যেন একেকটি শুভ্র সতেজ ফুল আর সেই ফুলগুলোর পাপড়ি যেন গল্পের একেকটি হিদায়াত প্রাপ্তির লাইন। আর গল্পের নামগুলোও গল্পের সাথে যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় লিপ্ত। সমকালীন প্রকাশনী বাংলা ইসলামি সাহিত্যে যেসব নতুন সংযোজন এনেছে এই বইটি তার মধ্যে অন্যতম।

রেটিং? আমার সবসময়ের প্রিয় একটি গল্পসংকলন হিসেবে মনে জায়গা করে নিয়েছে বইটি। এরচেয়ে ভালো রেটিং আর কি দিবো?

মহান আল্লাহর দেওয়া ক্ষণিকের অস্থায়ী জীবনের গতিপথ বদলে দেয় যেসব গল্প, সেগুলো তো অন্যরকম হবেই। এদিক থেকে তাই বইয়ের নামটি তার যথাযথ মর্যাদা রেখেছে। মহান আল্লাহর কাছে দুআ করি তিনি যেন বইটির লেখকদের উত্তম প্রতিদান দেন।


📖- গল্পগুলো অন্যরকম
🖋️- সমকালীন টিম
Profile Image for Shahariar Ahammed.
93 reviews5 followers
January 13, 2021
মোট আঠারো জন তরুণ লেখক-লেখিকার ৩৫ টি গল্প দিয়ে বইটি। সব গল্প নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে কয়েক পর্বে রিভিউ লিখতে হবে। যা আমার একদমই পছন্দ না এবং অনেক পাঠকও আমার সাথে একমত হবেন।

আরিফ আজাদ এদের মাঝে সব থেকে অভিজ্ঞ লেখক। তার লেখা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। সিহিন্তা শরীফা'র একটা গল্প তা-ই পাঠকের মন জয় করার জন্য যথেষ্ট, মা-শা-আল্লাহ।

ছাপার অক্ষরে আরিফুল ইসলাম ও শিহাব আহমেদ তুহিন ভাইয়ের লেখা প্রথম পড়ার সুযোগ হলো। দুজনই বেশ ভাল লেখেন।

নুসরাত জাহান নামের এক লেখিকার 'মা' নামে একটা গল্প আছে। কারও হাতের কাছে কখনো বইটা আসলে অন্তত এই ছোট গল্পটা পড়ার অনুরোধ রইল।
এছাড়া মুরসালিন নিলয়, শেখ আসিফ, আরিফ আবদাল চৌধুরী ও আনিকা তুবাও বেশ ভালও লিখেছেন।

ব্যক্তিগতভাবে আমি মনে করি, আফিফা আবেদীন সাওদা'র গল্পগুলো এই বইয়ে সবচেয়ে ভালো ছিল। কারণ এই গল্পগুলো একটু ভিন্নধর্মী। মাঝে মাঝে কিছু গল্পে অনেক পুরনো কথাই বারবার চলে আসে। এটা স্বাভাবিক, কিন্তু পুরনো কথাগুলোই অমৃত মনে হয় যখন লেখক তা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারেন এবং এই লেখিকা তা বেশ দক্ষতার সঙ্গেই পেরেছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা।

বইটি আপনার মাঝে নতুন করে বোধ জাগাবে। ফিরিয়ে নিয়ে যেতে চাইবে আপনাকে আপনার নীড়ে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আসল ঠিকানা। বইটি সম্পূর্ণ পড়ার পরও যদি আপনার মাঝে ইতিবাচক কোনো পরিবর্তন না আসে। তবে, আমি বলবো আপনি ডাক্তার দেখান।

বইয়ের মাঝে তেমন কোন দোষ-ত্রুটি আমি খুঁজে পাইনি। তবে, সম্পাদক সাহেবের কাছে একটি পরামর্শ থাকবে যে গল্পের শেষে যদি লেখকদের সম্পর্কে ছোট করে কিছু লেখা থাকত তা লেখকদের জন্য বেশ অনুপ্রেরণা দায়ক হতো।

আল্লাহ এই লেখক, সম্পাদক, প্রকাশকসহ বইটি যাদের অবদানে এই অধমের কাছে পৌঁছেছে আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।
Profile Image for OR Anan.
5 reviews
June 10, 2025
আমাদের জীবন কতই না বিচিত্র! কখনো হাসি, কখনো কান্না—কখনো আশা, কখনো হতাশা। প্রতিটি মানুষের জীবন যেন একেকটি পৃথক উপন্যাস। কেউ জানে না কার জীবনের পরের পাতায় কী লেখা আছে। আর এই ভিন্নতা, এই বৈচিত্র্যই প্রতিটি জীবনকে করে তোলে অনন্য। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সৃষ্টি করেছেন, এবং তিনি আমাদের জীবনের প্রতিটি বাঁকে রেখেছেন নানান শিক্ষা, উপলব্ধি আর পরিণতির পাঠ। কখনো বন্ধুত্ব, কখনো বিশ্বাসঘাতকতা; কখনো প্রতিদান, কখনো প্রতারণা-এইসব মিলে তৈরি হয় জীবনের গল্প। এইসব গল্প নিয়ে গঠিত একটি অসাধারণ সংকলন হলো “গল্পগুলো অন্যরকম” নামক বইটি। বইটি হাতে নেওয়ার পর থেকেই আমার মনে হচ্ছিল—এ যেন কেবল বই নয়, আমার নিজের জীবনের প্রতিচ্ছবি। জীবনের কিছু না বলা গল্প যেন কেউ একজন বলে দিচ্ছেন। বইটিতে ১০ জন লেখক এবং ৯ জন লেখিকার লেখা ও অনুবাদ করা মোট ৩৫টি গল্প রয়েছে, যেগুলো হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটি গল্পই পাঠককে চিন্তার গভীরে নিয়ে যেতে সক্ষম। এই বইয়ের একটি গল্প আমার অন্তরে গেঁথে গেছে। সেটি একজন আমেরিকান খ্রিষ্টান, রবার্ট ডেভিলার–এর ইসলাম গ্রহণের কাহিনি। রবার্ট ডেভিলার নামক একজন ব্যক্তি যিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় জীবনযাপন করছিলেন। একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন একজন সুদর্শন আরব মানুষ, যিনি তাকে ইসলাম সম্পর্কে শেখাচ্ছেন। এই মানুষটি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। রবার্ট বলেন, তিনি স্বপ্নে নবীজিকে বলতে শুনেছেন, “এই পথই সত্য পথ।” এরপর তিনি নিজেই খোঁজখবর নিয়ে ইসলাম সম্পর্কে জানেন এবং কালেমা পাঠ করে মুসলমান হয়ে যান। তাঁর ইসলাম গ্রহণের পুরো কাহিনি আজও অসংখ্য মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। তাঁর এই সত্যিকার ঘটনাটি প্রমাণ করে দেয়, আল্লাহ যার হিদায়াত চান, তিনি যেকোনো উপায়ে তাকে সত্যের পথে ফিরিয়ে আনেন।
প্রিয় নবী (সাঃ) ইরশাদ করেছেন—
“মহান আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর ইলম দান করেন।”
— সহিহুল বুখারী, হাদীস: ৭৩১২
একজন মুসলিম হিসেবে আমি স্বীকার করি, ইসলামিক বই যতটা পড়া উচিত, আমি তার দুই শতাংশও পড়িনি। আমার ব্যক্তিগত সংগ্রহে ইসলামিক বইয়ের সংখ্যা খুবই কম-মাত্র ১২টি। তবে এই ১২টি বইয়ের মধ্যে “গল্পগুলো অন্যরকম” নিঃসন্দেহে সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে। এই বইটি শুধু গল্পের বই নয়-এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, আত্মজিজ্ঞাসা ও আত্মউন্নয়নের পথে এক অনন্য সহচর।
প্রিয় পাঠক, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করবো-“গল্পগুলো অন্যরকম” বইটি একবার হলেও পড়ুন। অন্যদেরও পড়তে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ, বইটি আপনার অন্তরকে স্পর্শ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার নিকটবর্তী হওয়ার এক দ্বার খুলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তাওফিক দিন। আমিন।
⭐ রেটিং: ৪.৯/৫ — হৃদয়ে দাগ কাটা বাস্তবধর্মী ইসলামিক গল্পে ভরপুর।
🎯 যার জন্য উপযুক্ত: যাদের জীবনের সঙ্গে ঈমানের গভীর সংযোগ খুঁজতে আগ্রহ আছে।
📖 পাঠ্য ধরন: অনুপ্রেরণামূলক ছোটগল্পের সংকলন, যা সহজ ভাষায় গভীর বার্তা দেয়।
Profile Image for Mohammad Kamrul Hasan.
351 reviews15 followers
January 27, 2021
📚 বই নিয়ে আলোচনা

আমরা দুনিয়াতে আর কতদিন থাকবো? আমরা ক্ষণজন্মা, আমরা দুনিয়ার মেহমান, দুনিয়াটা দু'দিনের। এসব কথা শুনতে শুনতে কথা গুলোকে গা সওয়া করে ফেলেছি। কখনো গভীর ভাবে চিন্তা করিনা যে, আজ যদি আমার মৃত্যু ঘটে, তাহলে আমার এই দেহের কি হবে? আমারই বা কি হবে? লোকে বলে মানুষের মাঝে আত্মা থাকে। যদি তেমন কিছু আমার মাঝে বাস করে তবে সে কোথায় যাবে? কি হবে তার? আমি যে সমাজে অহরহ বেপরোয়া ভাবে অন্যায় করে ফিরছি তার কি কোনোই বিচার হবে না? যদি বিচার হয় তাহলে কে করবে আমার বিচার?

এসব প্রশ্নের যখনই কোনো উত্তর আমাদের কাছে না থাকে বা ভয়ে সে সব উত্তর আমরা খুঁজতে যাই না তখনই আসলে সমাজে অপরাধ বেড়ে যায়। আমার ছেলেটা, মেয়েটা, ভাইটা, বোনটা বখে যায়। মানুষকে পরিবর্তন বা তার মনকে পরিবর্তন করতে মহান স্রষ্টার এতোটুকুও সময় লাগে না। তবে কেন তিনি তা করছেন না? কারন এই মহান আত্মা আমাদেরও গড়ে তুলেছেন সেরাদের সেরা করে। আমাদের আছে ভালো মন্দ বোঝার ক্ষমতা। আর সবচেয়ে বড় কারণ তাঁর পছন্দ কোনো ফেলনা জিনিস নয়। সেই আমরাই কেন এতো গোমরাহী করে চলি? কেন তাঁর সন্ধানে পথ চলি না?

জীবনের এই বেপরোয়া চলার পথে যদি মানুষ একটু উষ্ণতা পায়, একটু আশ্রয় পায়, একটু সহানুভূতি পায় তখনই সে মানুষটার মন পরিবর্তন হতে পারে।

যেমন “গল্পগুলো অন্যরকম” বইয়ের প্রথম গল্পের শাওন চরিত্রটি ঠিক যেভাবে তার মনের মধ্যে বোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। সে ছিলো মায়ের অবাধ্য ছেলে। কিন্তু তার বন্ধুর মাধ্যমে তার সাথে ঘটা ছোট একটু দৃষ্টান্ত তার চোখ খুলে দিয়েছে। এখন সে মায়ের বাধ্য সন্তান।

ঠিক সেভাবেই বোধ জাগে বইয়ের দ্বিতীয় গল্পের চরিত্র ‘ক্যাসির’ মাঝেও। তিনি ছিলেন পেশায় নার্স। ধর্ম ছিলো খ্রিষ্টান। তার দায়িত্ব পড়ে এক পরন্ত বেলার বৃদ্ধের সেবা করা। মানুষের মন কতটা নাজুক হয় এখানেই তার প্রমান পাই। সেই নড়বড়ে বৃদ্ধের কিছু প্রত্যাহ কাজ দেখে ক্যাসি সম্পূর্ণ অন্য মানুষে পরিনত হয়। বৃদ্ধটি কিছুই করছিলো না। শুধু নিয়মিত নামাজ পড়ে যাচ্ছিলো!

বেপরোয়া জীবনের গতিরোধক হিসেবে এরকমই ৩৫ টি গল্প এই বইতে তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্প আপনাকে দিবে অসম্ভব এক প্রশান্তি। যেটা আপনি মনে মনে অনেকদিন ধরে খুঁজচ্ছিলেন।

মানুষতো কতই ভুল করে। মানুষের একটি স্বভাব হলো যে, সে যেই ভুল করে সেটি সে অন্য একটি ভালো কাজের সাথে মিলিয়ে ভুলটিকে সঠিক করতে চায়। আর তখনই সে আরো বেশি লাইনচ্যুত হয়। তখন তার ধরকার হয় একটু আশ্রয়ের। আমার মনে হয় সেই রকম কিছৃ আশ্রয় হতে পারে ★গল্পগুলো অন্যরকম★ বই গল্প গুলো।

★★★

“সমকালীন প্রকাশনী” থেকে প্রকাশিত সঠিক পথের উজ্জীবক গল্পসংকলন “গল্পগুলো অন্যরকম” বইটিতে ২০ জন লেখক, লেখিকার ৩৫ টি অসাধারণ গল্প স্থান পেয়েছে। বইটি সত্যিই সুখপাঠ্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বইটি সবার জন্য। নির্দিষ্ট কারো জন্য নয়৷

ধন্যবাদ।
© মোঃ কামরুল হাসান
Profile Image for Tasnim Isteemam.
9 reviews2 followers
November 6, 2022
কিছু ভালোলাগা উদ্ধৃতি:

১. "জীবন অাঁধারির পাশাপাশি অালোও হাত ধরাধরি করে চলে। অাঁধার জীবন পেয়েছি বলে অন্যের জীবন অালোয় কেনো ভরাতে পারবো না! কেনো একচিলতে রোদ হয়ে প্রচন্ড শীতে কারও জন্য কোমল উষ্ণতা হতে পারবো না।"
২."মানুষকে এমন স্থানে বসাবে না, যে স্থান থেকে সে তোমার মনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে। ওই স্থান কেবল অাল্লাহর। মানুষকে ভয় পেয়ো না।"
৩."খুব ইচ্ছে হয় এমন একটা দৃশ্য দেখতে - যখন চেনা মানুষগুলোর সবার মুখে দাড়ি থাকবে। মেয়েদের পরনে থাকবে হিজাব। বাবার হাত ধরে ছেলেমেয়েরা টুকটুক করে মসজিদে যাবে অার মায়ের মুখে শুনবে কুরআনের বাণী।"
৪."অাহা মৃত্যু! অাহারে মানুষ! কচুপাতার উপর জমে থাকা শিশিরবিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দুললেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।"
৫. "পৃথিবীর কেউ অাপনাকে ভালো না বাসলেও একজন অাছেন, যিনি সত্যিই অাপনাকে ভালোবাসেন এবং অাপনার কেয়ার করেন। "
৬."বাচ্চারা সৃষ্টিগতভাবেই নিষ্পাপ থাকে। ওদের চিন্তা-চেতনা ও মন মানসিকতাকে অনেকটা কাদার সাথে তুলনা করা যায়। কাদাকে যেমন একটা অাকৃতি দিয়ে ফেলে রাখলে সেটি শক্ত হয়ে যায় তেমনি ছোট থাকতে বাচ্চাদের যেরকম মন-মানসিকতার মধ্যে বড় হতে দেওয়া যায়-সেটাই পরে ওদের মনে শক্ত হয়ে গেঁথে যায়।"
৭. "সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি বা পুরস্কার হলো মা-বাবার সময়। মা-বাবা সবসময় সন্তানকে সঙ্গ দেবে। সন্তান যেনো মা-বাবাকে অভিভাবক হিসেবেও পায়, অাবার বন্ধু হিসেবেও পায়। মন খুলে কাউকে কিছু বলতে ইচ্ছে হলে, বাচ্চা যেনো সবার অাগে মা-বাবার কাছেই ছুটে অাসে। অার কারও কাছে না।"
Profile Image for Hasan Ul Islam.
2 reviews1 follower
June 30, 2022
First of all it is a great inspirational book and a must read if you do not read this type of book.
This book contain more than 30 story. Many of them based on true story. If you are reading your first or second book from the "Somokalin" publisher then your will be getting a great experience and you will be inspired to practice islam more.
But for me after reading so much from Somokalin. Now most of the story feel like repeating. Like " the a woman can't get pregnant then by the grace of allah and keep struggling & praying for a long period of time get pragnant" this is MOST common type of story.
Most of the story too much unrealistic and ambitious for me atleast.
I read many book from the publisher "Somokalin" and its getting booring and repeatative to read same type of story over and over again.
For that reason I giving this book 2 star..

I recommend all to read "জীবন যেখানে যেমন" by Arif azad. It is far better than is book. It is a must read
Profile Image for Sheikh Reed.
22 reviews
July 8, 2025
বইটি পড়ে বুঝতে পারলাম যে এটা শুধু একটি লেখকের কাজ নয়, বরং অনেক লেখক ও লেখিকার সম্মিলিত প্রয়াস। প্রতিটি গল্পই আলাদা, কিন্তু সবগুলোর ভেতরেই আছে মুগ্ধ করার মতো গভীরতা আর শেখার মতো অনেক কিছু।

যদি আপনি আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন, তাহলে এই বইয়ের একাধিক গল্প আপনার চোখ ভিজিয়ে দিতে পারে। প্রতিটি গল্প যেন একটা করে বার্তা ছুঁড়ে দেয়, ভালো মানুষ হওয়ার জন্য, সচেতন মন তৈরি করার জন্য, আর বাস্তবতা বুঝে এগিয়ে চলার জন্য।

সব বই কেবল কাগজে-কলমে লেখা থাকে না। কিছু বই বাস্তব জীবনেও গভীর ছাপ রেখে যায়। এই বইটিও তেমনই, গল্পগুলো হৃদয়ের খুব কাছাকাছি চলে আসে। একেকটা গল্প যেন মনের ভেতর আলাদা এক রেখা এঁকে দিয়ে যায়।
Profile Image for Md. Ridwanul Islam Muntakim.
53 reviews6 followers
March 8, 2023
একটা বই কিন্তু অনেক লেখক, অনেক লেখিকা সাথে মুগ্ধকর শিক্ষনীয় গল্প। যদি আপনি ভীষণ আবেগী হয়ে থাকেন তাহলে এই বইয়ের বেশ কিছু গল্প আপনার চোখ ভিজিয়ে দিবে। প্রতিটা গল্প একটা সুন্দর বার্তা দিয়ে যাবে সুন্দর মানুষ হওয়ার জন্য, সুস্থ মস্তিক তৈরি করার জন্য; সব বই শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকে না কিছু বই বাস্তবেও মোটা দাগ কাটে মস্তিকে, আসলেই গল্প গুলো অন্যরকম।
99 reviews
Read
October 31, 2021
অসাধারণ গল্পের সংকলন। অনেক গল্পই আছে যা চিন্তা ও মননের খোরাক যোগাবে।
2 reviews
May 27, 2022
সত্যিই, গল্পগ���লো অন্যরকম। ভালো লাগা বইগুলোর প্রথম কাতারে এটি।
Profile Image for Ayrin Jahan.
75 reviews
June 13, 2022
অনেকগুলি গল্প মিলে এই বইটা।সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে প্রতিটা বই থেকে আপনি অনেক ভালো কিছু শিক্ষা নিতে পারবেন যা আপনি আপনার জীবন কে আরো সুন্দর করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন🌸
Profile Image for Rana Khan.
106 reviews
November 25, 2022
ভালো, কারো কারো জীবনে টার্নওভারও আসতে পারে❤️
রেকোমেন্ডেড্
5 reviews
Read
December 19, 2022
গল্পগুলো আসলেই অন্যরকম।আলহামদুলিল্লাহ
Profile Image for Kamol Uddin.
51 reviews1 follower
July 19, 2023
এটা একটা ইসলামি গল্প সংকলন। মৌলিক ও অনুবাদ দুই ধরনের গল্পই রয়েছে। কিছু গল্প অনেক শিক্ষণীয়, অনুপ্রেরণার; তেমনি খুব একটা ভালো লাগেনি এমন গল্পও রয়েছে।
Displaying 1 - 30 of 38 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.