কিছু বই পড়ার পর কাহিনি মাথায় গেঁথে যায়,আবার কিছু বই পড়া শেষে কাহিনির কথা ভাবতেও ইচ্ছে করে না।তবে দুনিয়াতে এমন কিছু বই আছে যা পড়ার পর আপনার মাথায় কাহিনি মশার মত ভন ভন করবে,আপনি চাইলেও তা ভুলতে পারবেন না। হ্যা, আমার সাথেও তাই হয়েছে! হৃদ মাঝারে রাখিব বইটা কি আসলেই হৃদয়ের মাঝে রাখার যোগ্য নাকি, হৃদয়ের ব্রিজ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যাওয়ার যোগ্য তা বলার জন্য পুরো গল্পটাকে কয়েক লাইনে বলে নেই,কেউ দয়া করে রোমান্টিক গল্পে টুইস্ট খুজতে যাবেন না।
গল্পের সারসংক্ষেপ :
একটা মেয়েকে তার বাবা তার প্রাক্তনের ব্যাপারে ভুল তথ্য দিয়ে এক বড়লোক মাদকে আসক্ত ছেলের সাথে বিয়ে দেয়।সেই মাদকাসক্ত ছেলেটা তাকেও মাদকে আসক্ত করে,এমনকি বাচ্চাকেও নস্ট করে ফেলে।এরপর তার বাবা নিজের ভুল বুঝতে পেরে ডিভোর্স এর মাধ্যমে এই চাপ্টারের খতম করে। এরপর সেই মেয়েটির আবার প্রাক্তনের সাথে দেখা হয়,সম্পর্ক সুন্দর হতে থাকে।ছেলেটার আবার একটা ছেলে ছিল, যে তার নিজের বাচ্চা না।এখন ঘুরিয়ে ফিরিয়ে ছেলেটার জন্মদিনের দিন মেয়েটা সাদা শাড়ি পড়ে বিয়ের প্রস্তাব দেয়,ছেলেও রাজি হয়।লাস্টে মেয়েটার সাবেক স্বামী মেয়েটার নামে তার প্রাক্তনের কাছে মন্দ কথা বললেও সে কানে নেয় না।লাস্ট সিনে দেখা যায় তাদের বিয়ে হবে এই খুশিতে ছেলেটা গিটার বাজাচ্ছে।সুপার হ্যাপি এন্ডিং।
পাঠপ্রতিক্রিয়া :
প্রেমাতাল পড়ার পর যে বিরক্তি আর লজ্জা পেয়েছিলাম তা এই বইয়ে পেতে হয়নি,ইশারা ইঙ্গিতে সব বোঝানো হয়েছে।তবে ভাগ্যিস লেখিকা থ্রিলার আর ফ্যান্টাসি জনরায় লিখেন না! বইটা উপন্যাস না হয়ে ছোট গল্প হতে পারত,কিন্তু প্রচুর টানাটানি করা হয়েছে।গল্পের রোমান্টিক দৃশ্যগুলো আসলেই হাস্যকর ঠেকেছে,সবচেয়ে বেশি মজা লেগেছে তখন যখন বইটা পড়ার পর মনে হয়েছে আমি যেনো হিন্দি সিরিয়াল দেখতেসি। যা ঘটেছে সব যেনো আগেই দেখা। দেজা ভ্যু এর মত ব্যাপার। যাইহোক,লেখিকার লেখনী এভারেজ,গল্পে প্রচুর প্লটহোল। কিছু পেইজ পড়ার পর ম���ে হবে, আসলে কেনই বা এসব লিখেছেন লেখিকা।সব কিছুতে হিন্দি সিরিয়ালের ফিল পেলেও বজ্রপাতের আওয়াজটা পাইনি,যাইহোক যে ঘটনা আমার কাছে ভয়ানক মনে হয়েছে, সেখানে আমিই বজ্রপাতের কথা ভেবেছি।
তার কিছু ফ্যানদের রিভিউ দেখে অনুপ্রানিত হয়েই তার গল্প পড়েছিলাম। এখন ভাবি যে সময়ে তার গল্প পড়েছি,সে সময়ে লেখাপড়া করলে, কষ্টের মুখ দেখতে হত না। যারা প্রচুর বই পড়েন,বই নিয়ে নিরীক্ষণ করেন তাদের জন্য এই বইটি না।বইটা পড়ে অযথা সময় নস্ট করার মানে নাই। যাদের মনে অতিরিক্ত ভালোবাসা,রোমান্টিক জনরা যাদের কাছে হৃদপিন্ডের মত তারা পড়তে পারেন।
যাইহোক, এই বইটি অতিরিক্ত সময় নস্টের মত সময় না থাকলে, না পড়ার অনুরোধ রইল।যারা নতুন পাঠক তাদের জন্যও এই বই সাজেস্ট করব না।
ব্যক্তিগত রেটিং: ১/৫ ( ১ দিলাম প্রেমাতাল গল্পের মত ভয়ানক কার্যকলাপ না রাখার জন্য)