প্রচন্ড দুঃসাহসী ও বেপরোয়া মেয়েটি অনেকটা আধা ইংরেজ আর আধা বাঙালি ধাচের। হুটহাট বেড়িয়ে পড়ে একাই ঘুরে দেখতে চায় পুরো পৃথিবী। আত্মমর্যাদায় গড়া মেয়েটি কখনো কোনো পুরুষের হাত ধরেনি। অথচ একটা জার্নিতে হঠাৎ-ই মেঘালয় নামক একজন সু-পুরুষকে দেখে তার সমস্ত নিয়ম ওলট পালট হয়ে যায়।