ইতিহাসের সব ঘটনা বইয়ের পাতায় লেখা থাকে না কিছু কিছু ঘটনা সুপ্ত থাকে এক ধাধার আড়ালে, দেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে মুর্শিদাবাদের বুকে জন্ম নিয়েছিল এক অসাধারণ চিত্রকর মিরাজ শাহ। এখনো বছরে একবার তার ছবির প্রদর্শনী হয় মুর্শিদাবাদ ও কলকাতায়। তারই আঁকা বেশ কিছু ছবি দেখতে দেখতে ঈশানির চোখে ধরা পড়ল ভুল। মিরাজ শাহ স্বাক্ষরের বানানটায় একটা অক্ষর নেই। এই ভুল স্বাক্ষর রয়েছে শুধুমাত্র বিশেষ কিছু ছবিতে সেই ছবিগুলো হচ্ছে এক অপরূপার। দুর্ধর্ষ এই সুন্দরীর বাস্তবে কোন অস্তিত্ব ছিল নাকি এ চিত্রকরের আঁকা কাল্পনিক কোন রূপ? কেবলমাত্র এই মহিলার ছবিগুলোতেই মিরাজ ভুল সই করেছেন কেন? এই বর্ণচোরার অনুসন্ধান করতে গিয়ে অজানা কোন তথ্য কি বেরিয়ে আসবে? এই ভুল সইয়ের পিছনে কি লুকিয়ে রয়েছে বিরল কোন ঘটনা? আসুন তাহলে উল্টে দেখা যাক ইতিহাসের পাতা। উদ্ধার হোক ভুল বানানের রহস্য।
I love this novel because this novel made me a reader I can't express my love for this Novel ❤️ and I'm really very very greatful to the author Mrs Afroza Sultana today I am a reader just because of her😇 the writing style is wonderful and of course the story is stunning and phenomenal ❤️ If you can read Bengali then please read this I'd highly recommend ❤️😇