সাদিয়া মনে মনে আবার নতুন করে স্বপ্ন বুনছে। হৃদয়ে আঁকছে ভালোবাসার মানুষের ছবি। চোখে দেখছে আকাশ ছোঁয়া স্বপ্ন। হয়তো পূরণ হতে যাচ্ছে মনের সেই আকাঙ্খা। আর সেই আশায়ই মানুষ বারবার স্বপ্ন দেখে। কারো স্বপ্ন হয়তো পূরণ হয় আবার কারো হয় না। যাদের পূরণ হয় না তারা আবার নতুন জীবন গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আবার অনেকে ব্যর্থ হয়ে হারিয়ে যায় আপন জগৎ থেকে। সাদিয়া বারবার ব্যর্থ হচ্ছে। বারবার স্বপ্নের দ্বারপ্রান্তে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ছে। বারবার হোঁচট খেয়েও স্বপ্ন দেখে চলছে সে। প্রতীক্ষায় আছে প্রিয় মানুষের জন্য। সে নিজেও জানে না আদৌ তার স্বপ্ন পূরণ হবে কিনা।
মনের আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলছে সেই প্রিয় মানুষের আশায়। কখনও হৃদয়ের মাঝে হয়েছে রক্তক্ষরণ। কখনও চোখ ভেসে হয়েছে আবহমান নদী। আবার কখনও চোখ শুকিয়ে হয়েছে রোদে পোড়া বিশাল মরুভূমি। সেই ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আজও বেঁচে আছে পৃথিবীর বুকে। কখনও আকাশ মেঘে ঢেকে সাদিয়ার স্বপ্নকে হারিয়ে ফেলে অচিন দেশে, কখনও ঝড়ো হাওয়ায় ভেঙ্গে চুরমার করে দিচ্ছে বুকের প্রতিটি হাড়গোড়। তারপরও বিশাল আকাশের দিকে চেয়ে আছে কখন ঐ মেঘের মাঝে উঁকি দিয়ে হাসিমুখে বের হয়ে আসবে চাঁদ।
সাদিয়া স্বপ্নের একেবারে কাছাকাছি চলে গেল। কিছুক্ষণের মধ্যেই অবসান হচ্ছে তার অপেক্ষার। কিন্তু এরমধ্যেই আকাশে মেঘ জমে সেই স্বপ্ন আবারও আড়াল হয়ে গেল, মেঘের মধ্য থেকে বজ্রপাত পড়ে সাদিয়ার হৃদয় আবারো পুড়ে ছাড়খার হয়ে গেল। তারপরও দমে যাওয়ার নয় সাদিয়া। এখনও আকাশের দিকে তাকিয়ে অপেক্ষায় আছে কখন আবার সেই মেঘ কাটবে আর কখন পাবে সেই প্রিয় মানুষের সান্নিধ্য।
ভাগ্যিস বইগুলো গিফট পেয়েছিলাম -__- নাহয়, টাকার আফসোসে কান্না করতাম। আজাইরা ছ্যাচড়া পোলাপানের প্রেমের কাহিনী। এমন ঘটনা চারপাশে অহরহ। বই লেখার মতো কোনো কাহিনী না। এক পাগলের খানা নাই, আরেক পাগলের আমদানি। সাদিয়াকে আর ওর ছোট বোনকে থাপ্রাইতে মন চাইছে। বাকীদের কথা বাদ! না মানে আসলেই....???শেষ কয়েকটা পেইজ বাদ দিয়েছি, আসলে অনেক পেইজ এই বাদ দিয়েছি। তোমাকে ছাড়া বাঁচবো না,মরে যাবো। আমাকে ছেড়ে যেয়ো না। এইসব ছাড়া কিছুই নাই! তাও তৃতীয় বইটা পড়বো, শেষটা কিভাবে করলো জানার ইচ্ছা!
কোথায় যেন অনেক ভালো ভালো রিভিউ দেখেছিলাম বইটার। তাই ভাবলাম পড়া যাক। নীল ক্ষেতে ঘুরে ২য় পার্ট টা পেলেও ১ম পার্ট টা তখন পাই নি। ভাগ্যিস ওটা পাই নি নইলে আরও কিছু টাকা জলে যেত। এই প্রথম মনে হয় কোনো বই কেনার পর এত আফসোস হচ্ছিল। মোটেও ভাল লাগে নি। ২য় পার্ট পড়ে প্রথম পার্ট বুঝে নিতে একটুও ঝামেলা হয় নি। এই কাহিনীকেও টেনে টেনে আবার বড়ও করা হয়েছে। এর ৩য় পার্ট ও বের হয়েছে শুনেছি। না ভাই পড়ার শখ নাই, সময় নষ্ট।