Jump to ratings and reviews
Rate this book

আরবি ভাষা অভিযান: কেন শিখবেন, কীভাবে শিখবেন

Rate this book
আরবি ভাষা শেখার কী দরকার? আমরা কি কুরআন পড়তে পারি না?
জি, পড়তে পারি, কিন্তু বুঝতে কি পারি? আমরা কি কুরআন পড়তে পড়তে জান্নাতের সুখবর শুনে আপ্লুত হই? জাহান্নামের ভীতিকর অভিজ্ঞতা শুনে হুঁশিয়ার হই? হই না৷ কারণ, আমরা আরবি ভাষা জানি না৷কী করে সহজে আরবি ভাষা শিখবেন, সেই কথাগুলো নিজেদের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন একঝাঁক আরবি-ভাষা প্রেমী৷ এদের সবাই এক সময় ছিলেন ইসলাম-বিমুখ৷ পরে ইসলামে এসে বুঝতে পেরেছেন আরবি ভাষার কদর৷ নিজ আগ্রহে শত বারের চেষ্টায় দেখেছেন আলোর মুখ৷ থাকছে তাদের চড়াই-উৎরাইয়ের সেসব রোমাঞ্চকর গল্প৷

136 pages, Unknown Binding

Published January 1, 2020

2 people are currently reading
56 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (35%)
4 stars
6 (42%)
3 stars
3 (21%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Shahrian Shihab.
119 reviews
January 6, 2022
"আরবি শেখার পর থেকে রামাদানে তারাউইর সালাতে কুরআন তিলাওয়াত শোনাটা অনেকটা কনফারেন্সে গিয়ে লেকচার শোনার মতো হয়ে গিয়েছে। পার্থক্য হলো কনফারেন্সের কথাগুলো হয় মানুষের, আর তারাউইর সালাতে স্বয়ং আল্লাহর ভাষণ শোনা হয়।"
—ওমর আল জাবির (আরবি ভাষা অভিযান, পৃষ্ঠা-৯৫)

‘আরবি ভাষা অভিযান’ বইটি মূলত আরবি শিখতে আগ্রহী জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য একটি গাইডলাইন। অনেকের কাছে আরবি শেখাটা বাড়াবাড়ি মনে হতে পারে। তাঁরা মূলত আরবি ভাষার গুরুত্ব বুঝেনা। কিন্তু যারা আরবির গুরুত্ব বুঝেছে, যাদের আকাঙ্খা আছে আল্লাহর প্রেরিত কথামালার মর্ম সরাসরি বুঝার, তাঁদের কাছে আরবি শেখাটা মোটেও বাড়াবাড়ি নয়। বরং, আরবি পৃথিবীর কঠিনতম ভাষাগুলোর একটা হওয়া সত্ত্বেও তাঁরা আরবি শেখায় লেগে থাকে। শত ঝড়-ঝাপ্টা তাঁরা উপেক্ষা করে। কারণ তাঁরা আরবি শিখতে চায়, বুঝতে চায় মহান আল্লাহর প্রেরিত কথামালা।

আমাদের দেশে বর্তমানে অনেকে আরবি শিখছেন, শেখার চেষ্টা করছেন। আরবি ভাষার শেখার এই অভিযানে যারা যাত্রা করেছিলেন তাদের অনেকেই এখন পৌছে গেছেন গন্তব্যে। অনেকে গন্তব্যের মধ্যপথে, অনেকে আবার সবে যাত্রা শুরু করেছেন। এদের মধ্যে কেউ কেউ যাত্রাপথের প্রতিকূলতা দেখে পথচলা থামিয়ে দিয়েছেন। আবার অনেকে যাত্রার কথা ভাবছেন, কিন্তু যাত্রাপথের প্রতিবন্ধকতার কারণে তারা পথচলা শুরু করতে ভয় পাচ্ছেন।

বইটি মূলত যারা আরবি শিখছেন, শিখবেন বলে ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, অথবা শুরু করেও থেমে গিয়েছেন তাদের জন্য। লিখেছেন একদল আরবি শিক্ষার্থী যারা সাধারণ ধারায় পড়াশোনা করেও পরিশ্রম করে শিখেছেন আরবি ভাষা।

বইটির তিনটি অংশ। প্রথম অংশের আলোচ্য বিষয় আরবি 'কেন শিখবেন'। আল্লাহ তাঁর সর্বশেষ ঐশীগ্রন্থ আল-কুরআনের ভাষা করেছেন আরবিকে। এই একটা কারণই আরবি শেখার জন্য যথেষ্ট। অনুবাদ পড়ে কুরআনের মর্ম পুরোপুরি বুঝা যায় না। কুরআন অনুবাদ করার মতো কোনো বই না। এর কারণ কুরআনের উৎকৃষ্ট সাহিত্যমান। পাশাপাশি নবি মুহাম্মাদ ﷺ -এর কথামালা এবং ইসলামি জ্ঞানভান্ডারের আকর গ্রন্থগুলো আরবিতেই রচিত। তাই ইসলামি জ্ঞানার্জন করতে হলে আরবি শেখার কোনো বিকল্প নেই।

আমাদের সালাতে মনোযোগ থাকেনা। এর কারণ আমরা সালাতে কী বলছি না-বলছি তা নিজেরাই বুঝিনা। আরবি শিখলে সালাতে কী বলছি তা বুঝা যাবে, ফলে মনোযোগ ধরে রাখা যাবে। বিনয়-নম্রতার সাথে রবের সামনে দাঁড়াতে পারবেন।

পাশাপাশি আরবি বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগুলোর একটি। পৃথিবীতে ৪২ কোটি মানুষ আরবিতে কথা বলেন। পুরো মুসলিম বিশ্বেই আরবি বিশেষ গুরুত্ব রয়েছে।

দ্বিতীয় অংশে বলা হয়েছে আরবি শেখার উপায় সম্পর্কে। অনলাইন-অফলাইনের বিভিন্ন রিসোর্সের সন্ধান দেয়া হয়েছে। আরবি শেখার পথে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো জয় করার উপায় বলা আছে এই অংশে।

তৃতীয় অংশে আরবি শেখার পথে সফল অভিযাত্রীদের গল্প বর্ণিত হয়েছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তাঁরা আরবি ভাষা শিখেছেন। সঞ্চিত করেছেন বিপুল অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তাঁরা, যেন আমাদের কাজে লাগে সেই অভিজ্ঞতা।

বইটি পড়ে আমি উপকৃত হয়েছি। আশা করি আরবি শেখার পথে চলার ক্ষেত্রে বইটি আপনাদেরও উৎসাহ যোগাবে, গাইডলাইন দেবে।
Profile Image for Marjana Chowdhury.
19 reviews
September 21, 2021
বেশ ভালো। যারা আরবি ভাষাটা শিখতে চাচ্ছেন/ শিখছেন, তাদের জন্য হেল্পফুল। অনেক ভালো কিছু রিসোর্স আছে, আর যারা শিখছে তাদের নিজেদের কথা, গল্প এসব নিয়ে বইটা।
কলেবর ছোট। এক বসাতেই শেষ করার মত।
Profile Image for Alamin Bin.
1 review
Want to read
May 17, 2022
বইটা পড়তে চাই সাইন ইন করেছি কিন্তু কিভাবে ঢুকব বুঝতে পারতেছি না।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.