বিশ্ব অর্থনীতির গতিধারা, যুক্তরাষ্ট্র, ইউরোপ-জাওয়ান এবং পাশাপাশি প্রান্তস্ত বিশ্বের অর্থনীতির উঠানামা বিরোধিতা সম্ভাবনা বিপর্যয় বিশ্লেষন।
পুঁজিবাদি বিশ্বব্যবস্থার কেন্দ্রীয় সংস্থাসমূহ ঃ বিশ্বব্যাংক, আইএমএফ এবং অপচয়ী উন্নয়ন সাম্রাজ্যের উদ্ভব, বিকাশ এবং ভেতরে-বাইরের প্রতীরোধের তাত্ত্বিক রাজনৈতিক দিক সমূহ আলোচনা
পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক।
This book describes how organization like World Bank, IMF, World Trade organization using their power to exploit third world country. How the policies suggested by those organization cause more damage than good. How they are perpetuation the colonial system in another form.