'অন্তরালে হন্তারক'
স্যর আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি
রূপান্তরঃমারুফ হোসেন
সেবা প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ১৬৪ টাকা
'খুন হলো মিসেস ম্যাকগিণ্টি। খুনি - জেমস বেণ্টলি - ধরাও পড়ল। হয়ে গেল ফাঁসির রায়। কিন্তু মনের খচখচানি দূর হলো না সুপারিণ্টেণ্ডেণ্ট স্পেন্সের। সাহায্য চাইলেন পুরনো বন্ধু, এরকুল পোয়ারোর, আসল খুনিকে খুঁজে বের করবার জন্যে। সে কাজ নিয়ে ব্রডহিনিতে পা রাখলেন পোয়ারো। সঙ্গী হিসেবে পেয়ে গেলেন বিখ্যাত রহস্য-ঔপন্যাসিক আরিয়াডনে অলিভারকে। জটিল হয়ে উঠল পরিস্থিতি। ছোট্ট গ্রাম ব্রডহিনি, কিন্তু এখানকার বাসিন্দাদের প্রায় সবার অতীতই রহস্যে ঘেরা। হতবুদ্ধি হয়ে গেলেন দুঁদে গোয়েন্দা।
.
এদিকে হাতে সময় নেই মোটেই, ঘনিয়ে আসছে জেমস বেণ্টলির ফাঁসির তারিখ। এই কেসে শুধু খুনি নয়, সময়ও এরকুল পোয়ারোর শত্রু। সময়ের বিরুদ্ধে যে রেসে নেমেছেন, তাতে তিনি জিততে পারবেন তো? পারবেন তো বেণ্টলির ফাঁসি হওয়ার আগেই অন্তরালের হন্তারককে টেনে আলোর নিচে নিয়ে আসতে? নাকি নিছক মরীচিকার পেছনে ছুটছেন তিনি?
.
পাঠক, বিশ্বসেরা দুই গোয়েন্দা, শার্লক হোমস ও এরকুল পোয়ারো এবার হাজির একটি পূর্ণাঙ্গ উপন্যাস, দুটি উপন্যাসিকা ও পাঁচটি চমৎকার, বৈচিত্র্যময় গল্প নিয়ে। এ দুই গোয়েন্দার তুখোড় পর্যবেক্ষণ-ক্ষমতা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় পেয়ে আরও একবার চমকিত হবেন আপনি। আরও একবার প্রেমে পড়ে যাবেন বোহেমিয়ান শার্লক হোমস এবং নিখুঁত পর্যবেক্ষক এরকুল পোয়ারোর। '
আগাথা ক্রিস্টির 'Mrs. McGinty's Dead' অবলম্বনে অন্তরালে হন্তারক উপন্যাস এবং 'Triangle at Rhodes' অবলম্বনে ত্রিভুজ প্রেম লেখা। এছাড়া স্যর আর্থার কোনাল ডয়েলের The Adventure of the Gloria Scott, The Adventure of the Solitary Cyclist, The Adventure of the Illustrious Client, The Adventure of the Three Students, The Adventure of the Sussex Vampire, The Adventure of the Devil's Foot এই ৫টি গল্প মিলিয়ে বইটি রচিত।
আমার কাছে সবমিলিয়ে বেশ ভাল লেগেছে। অন্তরালে হন্তারক উপন্যাসটি বেশ ভালভাবেই উপভোগ করেছি, বরাবরের মতই আগাথা ক্রিস্টির মাথা ঘুরানো একের পর এক চমক এবং বরাবরের মতোই পারফেক্ট ফিনিশিং ছিল। বেচারা ভোজনরসিক পোয়ারোর জন্য বেশ মায়া লেগেছে খাওয়া নিয়ে ঝামেলা পোহানোর জন্য। পুরো উপন্যাসে হালকা হাস্যরস বিদ্যমান ছিল যার কারনে মাঝে মধ্যেই হেসেছি বইটা পড়তে গিয়ে। সবমিলিয়ে দারুণ উপভোগ্য ছিল। আগাথা ক্রিস্টির ফ্যানরা না পড়ে থাকলে দ্রুত পড়ে ফেলবেন আশা করি।
আগাথা ক্রিস্টির উপন্যাসিকা ছাড়াও শার্লক হোমসকে নিয়ে ছোট গল্পগুলো ভাল লেগেছে। শার্লক হোমসকে নিয়ে গল্পগুলোর মধ্যে আমার পছন্দের গল্পগুলোই ছিল বইটিতে
গল্পে আমার সবথেকে পছন্দের উক্তিটি ছিল-
"কিন্তু সমস্যা ওই একটাই, দিনে খাওয়া যায় মাত্র তিনবার, তাও বেশ অনেকক্ষণ পরপর।"- গল্পের এই লাইনটি আমিও অনেক আগে থেকেই চিন্তা করি, কেন মাত্র তিনবার খাওয়া যায়, নিজের বাসায় থাকলে তাও ইচ্ছামতো খাওয়া যায় কিন্তু কোথাও বেড়াতে গেলে বেশ বিপদে পড়তে হয়😷