এটা মূলত উপন্যাস নয়, জীবনের দায়। হাতের আঙ্গুলগুলো সমান নয়৷ একেকটি আঙ্গুলের একেকরকম কাজ তেমনি আমাদের বিষাদগ্রস্থ গতকালগুলো নতুন দিনের সন্ধান।
হাতের আঙ্গুল গুলো মুষ্টিবদ্ধ করলেই একসাথে কাজ করে এর আগে ভিন্নভাবে। বইটিতে চরিত্রগুলোতে এভাবেই এসেছে, কখনও উপন্যাসে সব চরিত্রই মূল আবার অমূল, অগুরুত্বপূর্ণ!
বিষাদগ্রস্থ গতকালগুলো নতুন দিনের সূচনা করুক...
উপন্যাসে যেসব উপাদান ছিলো এক বসাতেই শেষ করে উঠতে হলো। ধরে রাখবার বস্তু অনেক.... ভালো লেগেছে!
[পুরোটা পড়ার অনুরোধ রইল] . "জীবন আমাকে অনেক জায়গায় বারবার ঘুরিয়ে দিয়েছে। আমার গতকালগুলো ভালো ছিল না। বলতে আমার এতটুকু লজ্জা নেই,এই যে আপনাকে নিয়ে আমি ভবিষ্যতেকালের অনেককিছু ভেবে রেখেছি।কে জানে,হয়তো আপনিও হয়ে থাকবেন আমার একটি সুন্দর গতকাল।" —— গতকাল,ইশতিয়াক আহমেদ। । বইটিতে মধ্যবিত্ত কতকগুলো মানুষের জীবনে ঘটে যাওয়া কাহিনী। বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া গতকালের কাহিনী গুলোই কতকগুলো চরিত্রে রূপ পেয়েছে। আমাদের সকলের জীবনেই প্রতিদিন অনেক গল্পের সমাপ্তি ঘটে যায়। আবার অনেকের নতুন গল্পের শুরু হয়। অনেকে নিজের গল্পের প্রাপ্তি না হওয়ার দুঃখে নিজেকে হারিয়ে ফেলি। আবার অনেকেই নতুন গল্প বানানোর প্রচেষ্টায় জুটে যাই। কেউবা আজকের ক্রোধের আগুনে জ্বলে প্রতিশোধের পথ বাছাই করে ফেলি। এসবগুলোই একদিন আমাদের জন্য গতকালের গল্পে পরিণত হয়। কেউ তা নিয়ে গর্ব বোধ করি। কেউ লজ্জিত হই। কেউ বা দুঃখ অনুভব করি। কিন্তু আজকে এসব গল্প তৈরি করার সময় কেউই ভাবি না গল্পটা গতকাল এ পরিণত হলে কেমন লাগবে? । বইটি এইবারের বইমেলায় বের হওয়া। অনেকদিন ধরে নিউজফিডে বইটি উৎসর্গ দেখে কেনার শখ হয়। এবং কিনেও ফেলি। বইটি কাহিনী এতো ভালো লাগবে ভাবি নি। বলতে গেলে বইটি খুবই সাধারণ। তবুও অসাধারণ বলা যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলোর দিন কিভাবে চলে যায়। কিভাবে তারা কোনো কিছু করার চিন্তা করে ফেলে। বইটি তার ধারণা মাত্র।। । কিছু ভালো লাগা উক্তিঃ ★প্রেম।প্রেম হচ্ছে অনুভূতির দাদি-নানিটাইপ ব্যাপাট। প্রেম,সেসব বয়সি মানুষের মতো,যারা এটা করা যাবে না,ওটা করা যাবে না নিয়ে সবসময় কানের কাছে রেডিও বাজাতে থাকে। ★হাজার কোটি বছরের বালক পৃথিবীটা তার মানুষগুলোকে আর কিছু দিতে পারুক আর না পারুক একটা সার্বজনীন অসুখ দিয়েছে। অসুখের নাম, ভাল্লাগে না। পুরো চিকিৎসা শাস্ত্র ঘেঁটে এ সম্পর্কে কোনো ধারণা লাভ করার উপায় নেই। নেই অসুখের কারণ বা প্রতিকারের উপায়। এইযে, সকাল বেলার যে রোদ দেখলে আপনাট ভালো লাগে। সে রোদই আমাকে হয়তো ভালো না-লাগায় আক্রান্ত করে ফেলে। যে সুন্দরী নারীর হাসি অথবা সুদর্শন পুরুষের ব্যক্তিত্ব সবাইকে ছুঁয়ে যায়,সে হাসি বা ব্যক্তিত্বের কারণেই হয়তো আমাকে ছুঁয়ে যায় না ভালো লাগার অসুখে। ★কিছু জিনিসে হারলেও ক্ষতি নেই। . রেটিংঃ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ । happy reading ❤
From the beginning till the end it was entertaining, surprising and well written. Every chapter were written short but there were so mich story to it. The ending was the best for me. Looking forward from more of Isteaque ahmed. This was the 1st book of him that i read and hope i can look forward for more amazing novels and stories.
সাদা প্রাইভেট বইটা ভালো লেগেছিল তাই মূলত এই বইটি নেওয়া।ইন্তু এবার গল্পটা তেমন টানছিল না। কয়েকটা চরিত্রকেও কম গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে মনে হয়েছে তাদের আরও এক্সপ্লোর করা উচিত ছিল। লেখনী ভালোই লেগেছে , এবার হুমায়ূন আহমেদের প্রভাব আগের থেকে অনেক কম লক্ষ্য করা গেছে। ২.৫ স্টারস একচুয়ালি।