ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কেমন সেটা নিয়ে আমাদের মধ্যে একটা মোটামুটি ধারণা আছে। কিন্তু যেটা আমরা ঠিকঠাক জানিনা সেটা হলো এই দুটো দেশের মধ্যে সব সময় যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের নেপথ্যে রয়েছে যেই সব গুপ্তচরেরা তাদের সম্পর্কে। বইটিতে স্বাধীনতার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা বলা হয়েছে যার পেছনে আই বি, র এদের সাফল্য এবং কিছু ক্ষেত্রে ব্যর্থতা দুটোই দেখা যাবে। সত্যি বলতে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির সম্পর্কে একটা সাধারণ ধারণা করার জন্য এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে একটু হলেও জানার জন্য এই বইটি আদর্শ। কারণ আর যাই হোক, ষোলমন খানের ওই বাঘমার্কা ছায়াছবি থেকে এই বিষয়ে কোনো কিছুই জানা যাবেনা। বরং আসল ব্ল্যাক টাইগার রবিন্দর কৌশিকের জীবনের সম্পর্কে একটু হলেও বলা আছে এই বইটিতে। পাঁচতারাই হয়তো দিতাম কিন্তু হালকা কিছু বানান ভুল আর এর সাথে একটু খাপছাড়া ভাবে বইটিকে সাজানোর জন্য একতারা খসে গেলো এই আর কি!