Jump to ratings and reviews
Rate this book

ঐতিহাসিক অনৈতিহাসিক

Rate this book
ইংরেজরা যখন প্রথমে এদেশে এলো সে সময়ের কিছু টুকরো ঘটনা তুলে এনেছেন শ্রীপান্থ। ঘটনাগুলো মোটেও মনগড়া নয়, তবু ইতিহাস আলোচনায় স্থান পায় না বলে এর নামকরণ করা হয়েছে ঐতিহাসিক অনৈতিহাসিক।

Unknown Binding

First published January 1, 2002

5 people are currently reading
88 people want to read

About the author

Sreepantha

25 books63 followers
শ্রীপান্থের জন্ম ১৯৩২ সালে, ময়মনসিংহের গৌরীপুরে | লেখাপড়া ময়মনসিংহ এবং কলকাতায় | শ্রীপান্থ তরুণ বয়স থেকেই পেশায় সাংবাদিক | আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত | সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরেই গবেষণামূলক রচনাদি লিখে যাচ্ছেন তিনি | তাঁর চর্চার বিষয় সামাজিক ইতিহাস | বিশেষত কলকাতার সমাজ ও সংকৃতি | তিনি সতীদাহ,দেবদাসী,ঠগী,হারেম-ইত্যাদি বিষয় নিয়ে যেমন লিখেছেন, তেমনিই কলকাতার পটভূমিতে লিখেছেন একাধিক রচনা | তার মধ্যে উল্লেখযোগ্য: আজব নগরী, শ্রীপান্থেরকলকতা, যখন ছাপাখানা এল, এলোকেশী মোহন্ত সম্বাদ, কেয়াবাৎ মেয়ে, মেটিয়াবুরুজের নবাব, দায় ইত্যাদি | বটতলা তাঁর সর্বশেষ বই | কলকাতার শিল্পী সংস্কৃতি বিষয়ে তাঁর বেশি কিছু প্রবন্ধ ইংরেজিতেও প্রকাশিত হয়েছে | বাংলা মুলুকে প্রথম ধাতব হরফে ছাপা বই হালেদের 'আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ'-এর দীর্ঘ ভূমিকা তার মধ্যে অন্যতম | পঞ্চাশের মন্বন্তরের দিনগুলোতে বাংলার শিল্পী সাহিত্যিক কবিদের মধ্যে নব সৃষ্টির যে অভুতপূর্ব বিস্ফোরণ ঘটে তা নিয়ে লেখা তাঁর 'দায়'বইটির ইংরেজিতে অনুবাদ প্রকাশিত হতে চলেছে |

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (23%)
4 stars
8 (61%)
3 stars
1 (7%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Shotabdi.
826 reviews205 followers
October 31, 2021
ইতিহাসের নানান কোণায় আলো ফেলতে শ্রীপান্থের জুড়ি নেই। অন্য সব বইয়ের মতো এই বইটাও তাঁর সরস লেখায় হয়ে উঠেছে দারুণ উপভোগ্য। ইতিহাস ভিত্তিক ননফিকশনে শ্রীপান্থই রাজা।
Profile Image for Dev D..
171 reviews28 followers
March 4, 2020
কিছু ব্যাপার আমরা আমাদের প্রচলিত ইতিহাসে পড়ে এসেছি, কিছু জিনিস ইতিহাসের পাতায় সেভাবে আসেনি, একেবারেই আসেনি তা নয়, তবে হয়তো প্রচলিত ইতিহাসে সেভাবে স্থান পায় নি। শ্রীপান্থ তার এই বইয়ে প্রচলিত ইতিহাসের বাইরে ইতিহাসে আপাত উপেক্ষিত সেইসব ঘটনা তুলে আনতে চেয়েছেন। তাই বলে ব্যাপারগুলো কল্পনা যে এমনও না, হয়তো বেশিরভাগ মানুষই তার খবর রাখে না, এটাই হলো কথা। কালের স্রোতে গুরুত্বহীন হয়ে যাওয়া এমন কিছু ঘটনাই তুলে এনেছেন শ্রীপান্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানী বা তৎপরবর্তী বৃটিশ সাম্রাজ্যের সরাসরি শাসন আমলের মূলত ভারতীয় উপমহাদেশের এমন কিছু টুকরো ঘটনাই এই বইয়ের আলোচ্য। অবশ্য ঘটনা প্রবাহে মাঝে মাঝে এসে গেছে অন্য সময় বা অন্য স্থানের কথাও, কুইনাইন এর কথা ম্যালেরিয়া যে মশাবাহীত রোগ এই তথ্য প্রথম কবে জানা গেল, জাহাজ শিল্পে পরিবর্তন এর কথা কিংবা কেমন করে সুয়েজ খাল হলো এ বিষয়গুলো সরাসরি এই উপমহাদেশের সাথে সম্পর্কিত না হলেও এখানে ইউরোপীয় শাসনের সাথে তার গুরুত্বপূর্ণ যোগাযোগ তো আছেই।

শ্রীপান্থ শুরু করেছেন সাদা চামড়ার দেশী স্বাধীন শাসকদের নিয়ে। এক ছিলেন এমন শাসক স্কিনার সাহেব, মা রাজপুত, বাবা ইংরেজ। অ্যাংলো ইন্ডিয়ান এই স্কিনার রীতিমতো এক স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন, পরিচিত হয়েছিলেন সিকান্দার নামে। নিজের এমন রাজ্য আরও কয়েকজন ইউরোপীয়ও গড়ে তুলেছিলেন যদিও কোনটিই বেশিদিন টেকেনি, নিজের টাকশাল পর্যন্ত বসিয়েছিলেন একজন। সাদা চামড়ার এসব সুলতান বা রাজার রোমাঞ্চকর কাহিনী আজ আমরা কজনেই বা জানি। জানিনা নাবব শব্দটিও, নবাব নয় কিন্তু। নবাব হলেন বাদশাহের অধীনে কোন একটি প্রদেশের শাসক, স্বাধীন শাসক নন যদিও তবে এদের অনেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালে কালে। নাবব হলেন ভারতবাসী সাদা চামড়ার লোক যারা নবাবদের মতোই বিলাসে আর অপচয়ে, অপরিনামদর্শিতায় ডুবে গিয়েছিলেন। এমন বেশ কয়েকজন অপরিনামদর্শী নাববদের কথাও শ্রীপান্থ তুলে এনেছেন, এনেছেন সেকালের বিখ্যাত সব বাইজীদের কথা, সেকালের ধনী ব্যক্তিদের উদ্যোগে অনুষ্ঠিত জলসা বা পার্টির কথা যার মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় শাসকদের মনোরঞ্জন করা।

এসেছে অ্যাংলো ইন্ডিয়ানদের কথা, তাদের গৌরবের ইতিহাস, দুঃখ দূর্দশার কথাও। এদেশের মানুষ এককালে কিভাবে সাহেব ধরে এক পুরুষে বলতে গেলে রাতারাতি বড়লোক হয়ে গেল সেই কথাও। সেই সময়ের দুটো রোমাঞ্চকর প্রেম কাহিনীও বর্ণনা করেছেন তিনি যার একটির পটভূমি ভারতীয় উপমহাদেশ, অন্যটিরও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে এই উপমহাদেশ । যদিও ভারতীয় উপমহাদেশের পটভূমিতে সংঘটিত কাহিনীটিতে ইংরেজ নারীর ভারতীয় প্রেমিকটির বিস্তারিত পরিচয় লেখক দিলেন না কেন বা পেলেন না কেন সেটা বুঝলাম না। এদেশীদের পোশাকের যে পরিবর্তন শাসকদের পরিবর্তনের সাথে সাথে হয়েছে তার যে ব্যাপক পরিবর্তন হয়েছিল সেই ব্যাপারটিও তুলে এনেছেন তিনি, এনেছেন এই উপমহাদেশের রসনা কারি কিভাবে বৃটেন জয় করলো সে কাহিনী ও, তাছাড়া এদেশীয়দের সাহেব সাজার বা সাহেব হবার বাসনার কথাও এসেছে। যদিও অনেক ক্ষেত্রে শ্রীপান্থ লেখা অনর্থক দীর্ঘায়িত করেছেন বলে মনে হয়েছে। তাছাড়া সালের উল্লেখে মাঝেমাঝেই গোলমাল হয়েছে বলে মনে হয়েছে, যদিও ইতিহাস নিয়ে লেখা বই, অসংখ্য সন তারিখের উল্লেখে ভুল কিছু হতেই পারে, তবুও এতগুলো সংস্করন হয়ে যাবার পর সে ব্যাপারে আরও সংশোধন কাম্য।
Profile Image for Fahad Amin.
181 reviews9 followers
January 27, 2025
ইতিহাসের অন্ধগলি যার আলোচনা আসলে তেমন কোথাও উঠে আসেনি, তেমনই কিছু বিষয় আলোচিত হয়েছে এ বইয়ে। আর শ্রীপান্থের নিজস্ব বর্ণনায় তা আরও পূর্ণতা পেয়েছে যেন।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.