Jump to ratings and reviews
Rate this book

বৈদিক পাখির গান

Rate this book
"একটা দাঁড়কাককে চার বছর ধরে বহন করেছিলাম মাথার ভেতর। ব্রংকসে এডগার অ্যালেন পো’র বাড়ির দেওয়ালে ঝুলানো ছিল বিখ্যাত ‘র‌্যাভেন' কবিতার দাঁড়কাক। পো পার্কেও ছিল সেই কাকটা। চারবছর পর সে হয়ে উঠলো আরেক পাখি, যা ‘যুক্ত’ গল্প। তবে ‘ বৈদিক পাখি’ আরেকটু বিশেষ কিছু। য়াসুনারি কাওয়াবাতা ‘থাউজেন্ড ক্রেনস’ উপন্যাসে হাজার সারসে প্রত্যাশার গল্প বলেছিলেন, সেই বই পড়তে যেয়ে মাথায় ঢুকলো, এক বৈদিক পাখির পৌরানিক মিথ। আর লেখক হিসেবে চাইলাম, সে গান গেয়ে উঠুক নানারকম করে। যেমন নারায়ণ স্যান্যালের বিশ্বাসঘাতকের ‘ক্লাউস ফুকস’ হয়েছে আমার আত্মসাৎ গল্পের একজন। বা রোহিনটন মিস্ত্রির ফাইন ব্যালেন্সের পার্শিয়ান দিনা দালালদের গল্পের অভিঘাত ৪২/১ নম্বর বাড়ি গল্পটি।

‘বৈদিক পাখির গান’ ব্যক্তিগত নিরীক্ষা ও খেয়ালের বই। প্রকরণ নির্ধারণে আকিকার মতো নামকরণ করতে হয়, তাই বলা হচ্ছে গল্পগ্রন্থ। আসলে এটি গল্প, গদ্য, ভ্রমণ, পাঠ প্রতিক্রিয়া সবমিলে যা-তা অবস্থা।" - সাদিয়া মাহ্জাবীন ইমাম

156 pages, Hardcover

Published February 1, 2020

74 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
8 (57%)
3 stars
2 (14%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Israt Zaman Disha.
194 reviews624 followers
May 8, 2021
ছোট গল্প, স্মৃতিচারণ, পাঠ প্রতিক্রিয়ার মিশেলে বইটা খুব ভালো লাগল। ছোট গল্পগুলোতে মন খারাপের ভাব আছে। স্মৃতিচারণগুলো খুব মায়া নিয়ে লেখা। আর পাঠ প্রতিক্রিয়া গুলো পড়লে লেখকের বিস্তৃত পড়ার পরিধি যেমন অবাক করে তেমনি কয়েকটি বইয়ের প্রতি আগ্রহীও করে তুলে।
Profile Image for Daina Chakma.
440 reviews774 followers
March 6, 2020
"বাংলায় কনটেম্পোরারি কোনো ভালো লেখা হয়না" - তোতাপাখির শেখানো বুলি আওরাতে আওরাতে যারা প্রতিবছরের মতো এবারও ফেসবুক ভাসিয়ে ফেলছে এই বইটা তাদের জন্য।

পাঠপ্রতিক্রিয়াঃ
"…এ সকলই এখন কল্পনা মনে হলেও সবই তো সত্যি ছিল। আমূল সমূলে বদলে গেলেও একটা দুটো চিহ্ন কিন্তু ঠিকঠাক থেকে যায় কোথাও। কোনো একটা পুরনো বাড়ি বা মজে যাওয়া ভুবনেশ্বরের চিহ্ন খুঁজে খুঁজে এগিয়ে গেলে জাদুর বাক্সর ভেতর থেকে বেরিয়ে আসে গল্প। তবে তাকে খুঁজতে হয়। ওই খুঁজে পাওয়া সময়টুকুতে গায়ে রোদ লাগে, বর্ষার হাওয়া লাগে। নয়তো মফস্বল থেকে পুরোদস্তুর নাগরিক হয়ে যাওয়া মানুষের আর কোনোদিন ভালো করে রোদ পোহানো হয়না।"

প্রথম গল্পটা খানিকটা গড়পড়তা লাগায় মন ভার করে ফেলেছিলাম। শিমিন বললো আস্তে আস্তে ভালো লাগা বাড়তে থাকে। পরের গল্পটা আসলেই অদ্ভুত সুন্দর! ভীষণ নস্টালজিয়ায় ভোগায়। "নয়তো মফস্বল থেকে পুরোদস্তুর নাগরিক হয়ে যাওয়া মানুষের আর কোনোদিন ভালো করে রোদ পোহানো হয়না" -কথাটা বারবার আওড়িয়েছি। যৌবনের ছয়টি পৌষ ফরিদপুর শহরে ফেলে এসেছি বলেই বোধহয় 'মফস্বলের অতীতে' গল্পটা বেশি টেনেছে। এমন ঝিম ধরানো বর্ণনা পেয়েছিলাম তাসনীম হোসেনের লেখনীতে, 'স্মৃতির শহর' গ্রন্থে।

বইয়ের সাথে বাকিটা সময় স্মুথলি কেটেছে। যত পাতা উল্টাই বিস্ময় বাড়তে থাকে। লেখার টোনের ভিন্নতা অবাক করবার মতো। মনে হচ্ছিল ডিফারেন্ট লেখকের গল্পসংকলন পড়ছি। 'জনক ও যাত্রী' গল্পটা বিষন্ন করে ফেলে। এডগার অ্যালেন পো আর নজরুলকে নিয়ে লেখা গল্পের পারস্পেক্টিভ ভাবিয়েছে। 'একটি বিচ্ছিন্ন ঘটনা' ভীষণভাবে আঘাত করে। এন্ডিং এর পোয়েটিক জাস্টিস শীতল আনন্দ দেয়। এমনই ভেঙেচুরে দেয়া আরেকটা গল্প 'বৈদিক পাখির গান'। প্রচন্ড রাগে সবকিছু চুরমার করে দিতে ইচ্ছে করে। 'পেয়িং গেস্ট' গল্পের টুইস্ট আগেই ধরতে পারলেও পড়তে চমৎকার লাগে! আর ভাবায়।

সবাইকে পড়ার আমন্ত্রণ।
Profile Image for Shimin Mushsharat.
Author 1 book372 followers
February 27, 2020
বৈদিক পাখির গান
সাদিয়া মাহ্জাবীন ইমাম

'বৈদিক পাখির গান'এর ফরম্যাটটা এক্সপেরিমেন্টাল। বইটিতে প্রতি গল্পের পর লেখকের কোনো অভিজ্ঞতা বা বইয়ের পাঠ প্রতিক্রিয়া বা ঘটনা জুড়ে দেয়া। শুরুতে ফরম্যাটের সাথে খাপ খাওয়াতে একটু কষ্ট হচ্ছিল। একবার ভাবলাম প্রথমে একটানে গল্পগুলো পড়ে শেষ করি তারপর অন্য লেখাগুলো পড়ি। কিন্তু আমি অলস লোক, পুরোটাই একটানে পড়েছি।

বইটা পড়তে পড়তে ভালোলাগা বেড়েছে। আগেও আরেকটা বই নিয়ে এটা বলেছিলাম। মজার ব্যাপার - কয়েকটা গল্প অদ্ভুত, ইন্টারেস্টিং মানুষকে নিয়ে লেখা। আবার দুটো গল্পের চরিত্র নিয়ে কোনো আগ্রহ পাইনি। মনে হচ্ছিল, এদের নিয়ে কেউ গল্প লেখার কথা ভাববে!

কয়েকটা লেখায় একটু সাররিয়েল টোন পেয়েছি। এই ব্যাপারটা কিছুটা এরকম লেগেছে- আমাদের সাথে অনেক সময় অনাকাঙ্খিত কিছু ঘটে , পরে হাজারবার আমরা সেটা নিয়ে ভাবি। মনে করি এটা না বলে ওটা বললে হয়ত ভালো হত। কারো কোনো কাজে আহত হলে বা অসংবেদনশিলতার প্রমাণ পেলে খারাপ লাগে, কষ্ট পাই কিন্তু কিছু করার থাকে না বেশির ভাগ সময়ই। মনে মনে আমরা ঘটনাগুলো অন্যরকম করে নেই, কথাগুলো ঢেলে সাজাই। যখন আমরা এই ভাবনাগুলো ভাবি তখন কিন্তু শুধু সম্ভব ঘটনাগুলোই ভাবি। কিন্তু কখনো কিছু ঘটনা এতো ভয়ঙ্কর, এতো ব্যাখ্যাতীত হয় যে মানুষের করণীয় কিছুই সেগুলো মিটিগেট করতে পারেনা। শুধুমাত্র অপার্থিব, মির‍্যাকুলাস কিছু হলে হয়ত কিছুটা সান্ত্বনা মানুষ পেতে পারে এসব ক্ষেত্রে। গল্পে তো এটুকু করাই যায়।

কয়েকটা গল্প আর লেখার নাম ধরে বলতে ইচ্ছে করছে। স্পয়লার না পেতে চাইলে নিচের লেখাটুকু না পড়তে অনুরোধ করব।

'পেয়িং গেস্ট' গল্পটা খুব ভালো লেগেছে। ভৌতিক অংশের জন্য না, মনে হচ্ছিল বাড়িটা দুজন মানুষের কষ্ট আগলে রেখেছে। এরকম কিছু বলা নেই স্পেসিফিকালি, আমার কল্পনা হতে পারে। পো কে নিয়ে লেখাটা অদ্ভুত লেগেছে। কিছু লেখা আছে না, ঠান্ডা লেবুর শরবতের মতো? ওরকম। 'পিতা সমীপে' নিয়ে কিছু বলার নেই। একই সাথে খুব ফাঁকা আর খুব হোলসাম লাগছিল পড়ে। 'একটি বিচ্ছিন্ন ঘটনা' কেমন ছিন্নভিন্ন করে দেয়। শেষটা স্পেকুলেটিভ হয়ত কিন্তু মনেপ্রাণে বিশ্বাস করতে ইচ্ছা করে। 'হাউজ অফ দ্য স্লিপিং বিউটিজ', 'বৈদিক পাখির গান' খুব খুব হার্ড হিটিং।
Profile Image for Akhi Asma.
232 reviews465 followers
March 7, 2020
যারা বাংলায় ভালো ছোটগল্প খুঁজে পায়না তারা 'মৃত অ্যালবাট্রস চোখ', 'বৈদিক পাখির গান' পড়ে দেখতে পারেন। ভালো লাগবে আশাকরি, আমারতো এতো ভালো লাগসে যে, প্রিয় বইয়ের লিস্টেও এড করে ফেলসি!
Profile Image for পটের দুধের কমরেড.
209 reviews25 followers
July 29, 2022
পাঠক সমীপে অতিক্রম করে প্রথম লেখাটা বিশেষত্বহীন নিতান্তই একটা সাধারণ গল্প। কিন্তু তারপরে 'মফস্বলের অতীতে' লেখিকার স্মৃতিচারণে কদম মেলানোর সাথে লেখিকার নিবিড় ভাবনার ওজন পরিমাপ করা যায়! প্রসঙ্গত জানায়ে রাখি, প্রতিটা গল্পের পরেই একটা নন-ফিকশন লেখা আছে, যেখানে লেখিকার স্মৃতিচারণ, বইয়ের পাঠ-প্রতিক্রিয়া/ বিশ্লেষণ, ভ্রমণবিষয়ক লেখা, অন্যান্য ভাবনা ইত্যাদি প্রতিফলিত হয়েছে। ফিকশন আর নন-ফিকশনের ফিউশনে এমন ব্যাতিক্রমধর্মী ফরম্যাটের জন্য লেখিকাকে সানন্দে সাধুবাদ জানাই।

'মফস্বলের অতীতে' স্মৃতিচারণে "মফস্বল থেকে পুরোদস্তুর নাগরিক হয়ে যাওয়া মানুষদের আর কোনোদিন ভালো করে রোদ পোহানো হয় না'' — লাইনটা করুণ নস্টালজিয়ায় ভুগিয়েছে। নিজের সাথে খুব রিলেটেবল। শীতের দিনে নানুর বাড়ীর পুকুরঘাটে সকালেবেলা হাওয়াই মিঠার রোদে বসে ধোঁয়া উঠা গরম ভাতের সাথে আলুভাজির দিনকালে ফিরে যাওয়ার তীব্র ইচ্ছে জন্মায়। এখন আমাদের নাগরিক জীবনে ইট দালানের ভীড়ে পদদলিত হয়ে কুসুম রৌদ্রের শীতল মৃত্যু হয়। তারপরের জনক ও যাত্রী, যুক্ত, বৈদিক পাখির গান, কাজী নজরুল এবং এডগার অ্যালান পো'কে নিয়ে অত্যুত্তম লেখাগুলো; সবমিলিয়ে অন্যান্য গল্পগুলোতে মুগ্ধতার ভাব সমানুপাতিক হারে বেড়েছে কেবল।

লেখিকার বয়ান খুব বাস্তববাদী লেগেছে। প্রাঞ্জল গদ্যর ভাষা — কপাটহীন দোরে উন্মুক্ত বাতাসের প্রাণবন্ত সরল বয়ানের আনাগোনা — সাহিত্যর রুপ-ঢঙের আকার গঠনের জন্য লেখার গাত্রে কষ্টকল্পিত রঙের (বাক্যর) প্রলেপ চড়ানো হয়নি। যেমন, ''জনক ও যাত্রী'' গল্পতে একটা লাইন আছে — " কেউ নেই, বাইরের উঠোনে একটা তিন-চাকার রঙ-উঠা সাইকেল ভিজছে একলা ''। সাধারণ বয়ান। এমন দৃশ্য জীবনে বহুবার সাব-কনশাসলি এক নজর দেখেছি দেখার ছলে। কিন্ত��� এখন বাক্যটা পড়ে বৃষ্টির ভেতর একলা সাইকেলের মূমূর্ষ বিষণ্ণতা আমাকে প্রগাঢ়ভাবে জাপটে ধরে।

এখন খুঁতের দিকে দৃষ্টিপাত করলে, অধিক গল্পের একই গঠন কাঠামো এবং বৈচিত্র্যহীন সমাপ্তি — উপরন্তু গল্পের টোনে ভৌতিক আবহের পুনরাবৃত্তি মনঃপুত হয়নি। প্যাটার্ন বলতে মোটামুটি সব গল্পের সূত্রপাত হয়েছে সমাপ্তির গোড়া থেকে। ফলে, খানিক পথ অতিক্রম করলে গল্পের পরিণতি পাঠকের নিকট সহজেই অনুমেয়। তবে গল্পের ভেতর ভিন্নতা নেই সেটা বলছি না। ভাবগত দিক থেকে ভিন্নতা থাকলেও গঠন কাঠামো ও সমাপ্তি তীরের অভিন্ন নির্দেশনা গল্পের গুণগত মানে প্রভাব ফেলেছে।

সবমিলিয়ে, বৈদিক পাখির গান অবশ্যই সুখপাঠ্য বই। আমার মতে, পাঠক বইটা এক নাগাড়ে শেষ না করে বরং সময় নিয়ে অবসরে দুয়েকটা লেখা পড়লে বইয়ের নির্যাস ভালোরূপে ভোগ করতে পারবেন। ধন্যবাদ!
Profile Image for Manzila.
167 reviews159 followers
June 29, 2024
২.৫/৫

একটা করে গল্প আর একটা করে প্রবন্ধ বা স্মৃতিচারণ ধরনের লেখা - এভাবেই সাজানো বইটা। এরকম কাঠামোর বই আগে পড়িনি সেই অর্থে অভিনব। গল্প গুলো খুব সাধারণ মানের, লেখার স্টাইল বিষয় বস্তু কোন কিছুতেই আহামরি কোন টান অনুভব করিনি। বেশির ভাগ গল্পেই একটা pity inciting ব্যাপার আনার চেষ্টা আছে। সব গুলো গল্পের মধ্যে নাম গল্প অর্থাৎ "বৈদিক পাখির গান" গল্পটাই তবু একটু ভালো লেগেছে। কিছু গল্পে ভৌতিক আবহ আনা হয়েছে একেবারে চিরচেনা ক্ল্যাসিক ভূতের অনুকরণে। বেশির ভাগ গল্প সোজা কথায় বললে অর্ডিনারি।
Profile Image for Debashish Chakrabarty.
108 reviews93 followers
April 20, 2021
চলমান বাস্তবতা আর ফেলে আসা অতীতের স্মৃতির মিথস্ক্রিয়া-বিক্রিয়ায় বেশ কিছু গল্প পড়া গেলো। ফেলে আসা অতীতের প্রতি একধরনের মায়া-মুগ্ধতা আর বর্তমানের বহু ঘাতপ্রতিঘাতের ছবি দেখা গেছে, লেখিকা ছবি একে গেছেন অনায়াসে। নারী বলেই নারী চরিত্র নারীর জীবন এসেছে বহুমাত্রিক জীবন জটিলতাকে সঙ্গী করে। কিন্তু এমন অনায়াস তার উপস্থিতি যে নিজের অভিজ্ঞতার (পুরুষের) বাইরের জগতটা একটু হলেও অভিজ্ঞতার মধ্যে চলে আসে। যতটুকু আসে না, তা আমার নিজের ব্যর্থতা। আগের দুইটা লাইন না লিখলে চলত। যিনি লেখিকা, তার অনেক পরিচয়ের মধ্যে একটা যে তিনি নারী। এবং তিনি তার বোধের বহিঃপ্রকাশ যেখানেই হোক, যেমন এখানে সাহিত্যে হয়েছে তবে আর সব অভিজ্ঞতা বা পরিচয়ের ছাপের মত নারীত্বের ছাপ পড়বেই। এই গল্পগ্রন্থে সে ছাপ অনায়াসেই পড়েছে।
তবে দুই/তিনটা পছন্দের গল্পের পরিণতির কলকব্জা প্রায় হুবহু হওয়াতে তা পুনরাবৃত্তির দোষে দুষ্ট। বেশ কয়েকটা গল্পতো আছেই তবে শুধু এক বৈদিক পাখির গান গল্পে, বলতে গেলে মৃদু আঁচে সভ্যতার যে সংকটের ছবি এঁকেছেন, সেই ছবি দেখতে-পড়তে আবারও ফিরে আসা যাবে।
গল্পগুলোর মেজাজ আর ঘটনা পরম্পরায় মৃদু আঁচ, এই মৃদু আঁচটাই বিশেষত্ব। একান্তই লিখিকার।
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.