ছোট্ট, গতিময়, সুখপাঠ্য বইটা হুশ করে পড়া হয়ে গেল। তবে... ঠিক মন ভরল না। রোমাঞ্চের বদলে ফ্যান্টাসির ব্যাপারটাই যেন বেশি করে পেলাম। ভালো লাগল, তবে সবই যেন বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আচ্ছা, বিষবৈদ্য সিরিজের সব লেখা নিয়ে একটা হৃষ্টপুষ্ট বই করা যায় না? প্রকাশক এই নিয়ে কিছু ভাবছেন কি? ইতিমধ্যে, এই বইটা পড়তেই পারেন। কয়েকঘণ্টা সময় বেশ ভালো কাটবে— বেশ কিছু ভাববার খোরাকও পাওয়া যাবে।
হাল্কা মেজাজের একটি অ্যাডভেঞ্চার মুখী গল্প নিয়ে তৈরি এই আকারে ছোট্ট বইটি। 128 পাতা, তার মধ্যেই অনেক সুন্দর সুন্দর এবং বেশ সঙ্গত ইলাস্ট্রেশন।
গল্পের প্রথম দুপাতায় মনে হচ্ছিল যেন আগে কিছু পড়ে তারপর শুরু করতে হতো। পরে তা ঠিক হয়ে যায়। বই এর পাতা যত উল্টাতে থাকবেন ততই hooked হয়ে পড়বেন গল্পের মূল চরিত্রের সাথে। একদিনেই শেষ করে ফেলেছি এই চক্করে গোটা বইটি। 😁
গল্পের উত্থান পতন খুব সুন্দর। লেখকের কল্পনায় তৈরি তক্ষক রাজ্য প্রশংসার দাবি রাখে। পরবর্তী পার্টের অপেক্ষায় থাকলাম।
এটি বিষবৈদ্য কে নিয়ে লেখা গল্প গুলির মধ্যে আমার প্রথম পড়া উপন্যাস। বেশ ছোট্ট উপন্যাস, প্রথম পাতা থেকে ঘটনার ঘনঘটা আমাদের থামতে দেয়না। প্রথমে পড়তে গিয়ে মনে হচ্ছিল আগের কোনও লেখা হয়তো পড়া হয়নি বলে বুঝতে পারছি না। কিন্তু গল্প এগোনোর সাথে সেই ভুল ধারণা দূর হয়েছে। এটি একটি ফ্যান্টাসি উপন্যাস, সাথে tall tales এর trope ব্যবহার করা হয়েছে বিশ্বাস যোগ্যতার জন্য। ঘটনা গুলি ত্রিশের দশকের। কিন্তু পড়তে গিয়ে এসব মাথায় রাখার প্রয়োজন পড়ে না, শুধু পারিপার্শ্বিক থেকে বোঝা যায়। আমার পড়ে ভালো লেগেছে আরও পড়ার ইচ্ছা রইলো।