Jump to ratings and reviews
Rate this book

কল্পবিজ্ঞান সমগ্র

Rate this book
Science fiction stories

376 pages, Hardcover

First published December 31, 2019

1 person is currently reading
47 people want to read

About the author

Rebanta Goswami

9 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (57%)
4 stars
5 (17%)
3 stars
5 (17%)
2 stars
2 (7%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,862 followers
March 3, 2020
এই বইয়ের দু'রকম প্রতিক্রিয়া হওয়া সম্ভব।
যদি লেখক ও তাঁর লেখা সম্বন্ধে আপনার আগে ধারণা না থেকে থাকে, তাহলে আপনি চুপচাপ ৩৪টি কল্পবিজ্ঞানের তথা বিজ্ঞান-সুবাসিত গল্প আর ১০টি মজাদার ছড়া পড়ে ফেলবেন। তারপর পাক্কা বনলতা সেন ভঙ্গিতে বলে উঠবেন, "এতদিন কোথায় ছিলেন?"
যদি আপনি আমার মতো পুরোনো পাপী হন, তাহলেও আপনি চুপচাপ বইটা পড়বেন। তারপর, নজরের আড়ালে চলে যাওয়া এক সাহিত্যিকের অসাধারণ লেখাগুলো নজরে আনার জন্য সম্পাদক সুদীপ দেব ও কল্পবিশ্ব পাবলিকেশন-কে প্রচুর আশীর্বাদ করনেন।
এর বেশি সত্যিই কিছু বলার নেই। যদি কল্পবিজ্ঞান সাহিত্যের প্রতি কিছুমাত্র অনুরাগ থাকে, তাহলে এই সুমুদ্রিত, সু-অলংকৃত বইটি আপনি উপভোগ করবেনই - গ্যারান্টিড।
অবশ্যই পড়ুন।
Profile Image for Soumen Dey.
6 reviews2 followers
March 29, 2020
রেবন্ত গোস্বামী রচিত কল্পবিজ্ঞান সমগ্র ~ বাঙালীর কল্পবিজ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায়

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

বইয়ের নাম: কল্পবিজ্ঞান সমগ্র
লেখক: রেবন্ত গোস্বামী
সম্পাদনা: সুদীপ দেব
প্রকাশক: কল্পবিশ্ব পাব্লিকেশনস
প্রচ্ছদ: বিজন কর্মকার
অলংকরণ: সত্যজিৎ রায় ও বিজন কর্মকার
পৃষ্ঠা সংখ্যা: ৩৭৬
মূল্য: ৪৫০ টাকা

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

বাংলা ভাষায় কল্পবিজ্ঞান সাহিত্যের সংখ্যা বিশ্ব সাহিত্যের কল্পবিজ্ঞানের তুলনায় খুব কম। বিশেষতঃ শিশুপাঠ্য হিসাবে কল্পবিজ্ঞানকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বারংবার। তবে এই গতানুগতিকতার বিরুদ্ধে গিয়ে কিছু সাহসী লেখক অন্য ধারার কল্পবিজ্ঞান রচনা করে গেছেন। রেবন্ত গোস্বামী এমনই একজন লেখক যিনি মূলতঃ কিশোরদের জন্য কল্পবিজ্ঞান লিখলেও তাঁর সুললিত লেখার আবেদন পরিণত বয়সের মনের মধ্যেও নাড়া দিয়ে যেতে পারে।

রেবন্তবাবুর লেখা কল্পবিজ্ঞানে জটিল তত্ত্বের কচকচি নেই। আবার উদ্ভট গাঁজাখুরি লেখাকে কল্পবিজ্ঞান বলে চালিয়ে দেওয়ার প্রবণতাও নেই। এই কল্পবিজ্ঞান কাহিনীগুলিতে মানবিক দিকটা সবথেকে বেশি মনকে আকর্ষণ করে। কঠিন বিষয়কে প্রাঞ্জলভাবে বর্ণনা করেও যে কল্পবিজ্ঞান লেখা যায় তার প্রমাণ রেবন্তবাবুর লেখায় খুব ভালো করেই বোঝা যায়। বেশ কয়েকটি গল্পে গবেষক সাত্যকি সোম এবং তাঁর বানানো রোবট নরোত্তম গল্পের মুখ্য চরিত্র। এই বৈজ্ঞানিক তাঁর নিজের বাড়িতেই গবেষণা করেন এবং মূলতঃ মানব কল্যাণেই তাঁর এই গবেষণা। নরোত্তমের মধ্যে তিনি মানুষকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেননি, মানুষের দোষ ত্রুটি সবই আছে নরোত্তমের। কয়েকটি বিজ্ঞানধর্মী রহস্যকাহিনীতে জীববিজ্ঞানের অধ্যাপক অর্ণব চৌধুরী এবং তাঁর বন্ধু সাংবাদিক সুদীপ্ত সান্যাল রহস্যভেদে উদ্যত হন। এই দুই চরিত্রের আরও কিছু গল্প থাকলে বেশ হতো।

বইটিতে আছে ৩৪টি গল্প এবং ১০টি ছড়া। সাথে রয়েছে রেবন্তবাবুর সাক্ষাৎকার, ওনার প্রথম প্রকাশিত কল্পবিজ্ঞান সংকলন বৃশ্চিক গ্রাসের গ্রন্থ পরিচয় এবং নারায়ণ সান্যালের লেখা একটি চিঠি।

প্রত্যেকটি গল্পই মনোগ্রাহী। তবে বিশেষ করে উল্লেখের দাবী রাখে হোমিফাইটা, বৃশ্চিক গ্রাস, অণুঘ্রাণ যন্ত্র, লীলাবতীর মুক্তো, নেপোলিয়নের নবজীবন, সাত্যকি সোম ও মহাকালাধার, নাম তার রুবাই, সুমন, সুবর্ণদ্বীপ রহস্য, হ্যাঁকো, চন্দ্রাহত সাত্যকি সোম, একটি অন্যলৌকিক কাহিনী, লালটু, অঙ্গ ভঙ্গ তরঙ্গ, ইনট্রারেড, গেছো-মাস্টার এই গল্পগুলি। ছড়াগুলি শিশুপাঠ্য কিন্তু বেশ মজাদার, খানিকটা লিমেরিক ধরণের।

হার্ডবাউন্ড বইটির সুন্দর একটি প্রচ্ছদ এঁকেছেন বিজন কর্মকার। বইটির মধ্যে রয়েছে সত্যজিৎ রায় এবং বিজন কর্মকার অঙ্কিত অনেকগুলি সুন্দর অলংকরণ। কল্পবিশ্ব পাব্লিকেশনস প্রকাশিত অন্যান্য বইগুলির মতো এখানেও পৃষ্ঠা, মুদ্রণ এবং বাঁধাই যথেষ্ট উচ্চ মানের।

বইটি পড়ে মনটা কিছুটা খারাপও লাগছে। রেবন্তবাবু বর্তমানে শারীরিক অসুবিধার কারণে লেখা ছেড়ে দিয়েছেন। তাঁর লেখা গল্পগুলির কয়েকটি চরিত্র আরও অনেক লেখার দাবী জানায়। বর্তমান কালের কোনও কল্পবিজ্ঞান লেখক এই চরিত্রগুলিকে আবার ফিরিয়ে আনলে ভালো হয়।
Profile Image for Sayak Sarkar.
14 reviews1 follower
April 28, 2021
প্রায় তিরিশ চল্লিশ বছর আগে লেখা ও প্রকাশিত এই কল্পবিজ্ঞান ছোটো গল্পগুলি। কি অসাধারণ লেখনী, কি অসাধারণ কল্পনা শক্তি, ওই সময়ে এই সমস্ত মস্তিষ্কপ্রসূত চিন্তা অকল্পনীয়। দু-একটা গল্প বাদ দিয়ে প্রতিটি লেখাই যেমন জমজমাট তেমনি টানটান উত্তেজনায় ভরা। সত্যজিৎ আর শীর্ষেন্দর শিশু সাহিত্য প্লাস netflix এর 'Black Mirror' মিশিয়ে দিলে যে রস বেরিয়ে আসবে, তার মধ্যে একটু বাঙালিআনা মিশিয়ে দিলে যে আস্বাদ পাওয়া যাবে, তাই এই ছোট গল্পগুলির রসদ। কি নেই এখানে, ভিন গ্রহ থেকে শুরু করে, Android রোবট, Cryonics (ভবিষ্যতের জন্য দেহ সংরক্ষন), ইয়েতি আরো কত কি। আর শেষে আর একটু মিষ্টতা জুড়ে দেয় রেবান্তবাবুর লেখা কল্পবিজ্ঞান কবিতাগুলো। জাস্ট লাজবাব। অবশ্যই সুপারিশের যোগ্য। কল্পবিজ্ঞানের ভক্ত হলে আজই পড়ুন।
Profile Image for Rashed Chowdhury.
38 reviews
August 3, 2025
বিজ্ঞানের জটিল তত্ত্বকথার আলোচনা না করে সহজ সাবলীল ভাষাতেও যে এত চমৎকার কল্পবিজ্ঞানের গল্প লেখা যায় এই বইটি না পড়লে তা বোঝা সম্ভব নয়। বইটির ৩৪টি গল্পের মধ্যে দু-একটি বাদে বাকি সবগুলো গল্পই অসাধারণ! কল্পবিজ্ঞান সমগ্র হলেও এই গল্পগুলোর কয়েকটিতে এমন অলৌকিক বা অতিন্দ্রীয় বিষয়ের অবতারণা করা হয়েছে, যা বিজ্ঞান দিয়েও ব্যাখ্যা করা সম্ভব নয়। এমনকি রহস্য-আ্যডভেঞ্চারধর্মী একটি গল্পও আছে এই বইতে। বেশকিছু গল্পে সুক্ষ কিছু মানবিক বিষয় ফুটে উঠেছে, যা গল্পকে অন্য মাত্রা দিয়েছে।
এই সংকলনে একগুচ্ছ কল্পবিজ্ঞানের ছড়া রয়েছে। এছাড়াও আছে লেখকের একটি সাক্ষাতকার।
সব মিলিয়ে বেশ উপভোগ্য একটি বই। পড়ে দেখতে পারেন।
7 reviews
February 14, 2024
রেবন্ত গোস্বামীর লেখার সাথে প্রথম পরিচয় ছোটবেলায়, মনে হয় শুকতারায়। পরিষ্কার মনে আছে একটি গ্রামের পুকুরে আবিষ্কৃত একটি অদ্ভুত প্রাণীর স্বরূপ উদঘাটনে রীতিমত গায়ে কাঁটা দিয়েছিল। তাই COVID এর সময় নেহাত খেয়াল বশে কিনে ফেলার পর যখন দেখলাম সেই গল্পের লেখক আসলে ইনি তখন আর থামতে হয় নি। একের পর এক গোগ্রাসে পড়ে ফেলেছিলাম সবকটি গল্প। বাংলায় প্রকৃত কল্পবিজ্ঞানের বইগুলির মধ্যে এটি অনন্য এবং সকলেরই পড়ার মতো ও সংগ্রহে রাখার মত।
Profile Image for দীপান্বিতা .
10 reviews48 followers
June 25, 2022
ছিমছাম বই।গল্পগুলো বেশ সোজাসাপটা, কলেবরও আহামরি বাড়তি কিছু নয়-দুতিন পাতা। কিন্তু বেশ কবছর আগে লেখা বইটির গল্পগুলোর প্রেক্ষাপটের বৈচিত্রতা বেশ।সুখপাঠ্য বলতে যা বোঝায় আর কি -পড়ে আরাম পাওয়া যায়।
Profile Image for Jit Sanyal.
14 reviews
July 22, 2025
খুবই উপভোগ্য বই। ছোট ছোট গল্প। পড়ে আরাম পেলুম।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.