ছোটকা-নিশুর দ্বিতীয় অ্যাডভেঞ্চার গ্রন্থ তুষারমানব প্রথম প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'ধান শালিকের দেশ' পত্রিকা এবং পরবর্তিতে গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৯৪ সালে। অস্ট্রিয়ার হিমবাহের নিচে খুঁজে পাওয়া প্রায় পাঁচ হাজার বছরের পুরনো মানুষের মৃতদেহ নিয়ে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাসের মধ্যে তুলে আনা হয়েছে মানুষের জিনেটিক বা বংশগতবিদ্যার সুকঠিন বিষয় একেবারে কিশোর মনের উপযোগী করে।