সময় থেকে সব সময় এগিয়ে থেকে লিখে চলেছেন ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, গীতিকার সেজান মাহমুদ। মুক্তিযুদ্ধ নিয়ে লেখার পাশাপাশি বিজ্ঞান নির্ভর অ্যাডভেঞ্চার সিরিজ শুরু করেছিলেন সেই ১৯৯২ সাল থেকে। এই সিরিজের প্রথম গ্রন্থ দ্বীপ পাহাড়ে আতঙ্ক। প্রাকৃতিক উৎস সামুদ্রিক গ্যাস থেকে শক্তি উৎপাদনের যে কথা এখন পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে, সেই গ্যাস হাইড্রেড নিয়ে সেই ১৯৯২ সালেই লিখেছিলেন 'দ্বীপ পাহাড়ে আতঙ্ক', যেখানে এক ক্ষমতালোভী বিজ্ঞানীর কুপরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছিলেন ছোটকা আর নিশু, এই বাংলাদেশের মাটিতেই, মহেশখালির দ্বীপে।
ছোটকা-নিশুর দ্বিতীয় অ্যাডভেঞ্চার গ্রন্থ তুষারমানব প্রথম প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'ধান শালিকের দেশ' পত্রিকা এবং পরবর্তিতে গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৯৪ সালে। অস্ট্রিয়ার হিমবাহের নিচে খুঁজে পাওয়া প্রায় পাঁচ হাজার বছরের পুরনো মানুষের মৃতদেহ নিয়ে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাসের মধ্যে তুলে আনা হয়েছে মানুষের জিনেটিক বা বংশগতবিদ্যার সুকঠিন বিষয় একেবারে কিশোর মনের উপযোগী করে।
এরকম আধুনিকতা, বিজ্ঞানমনষ্কতা, বাস্তববাদিতা আর কল্পনার বিশালতা নিয়ে সচেতনভাবে লেখার কাজ বাংলা শিশু কিশোর সাহিত্যে খুব কম লেখকই করেছেন। আর স্বতন্ত্র স্বাদু গদ্যের অধিকারী এবং নিজে চিকিৎসা বিজ্ঞানী হওয়ায় এক অনায়াস সহজিয়ায় এই গুরুগম্ভীর বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করেন তিনি।
নিজস্ব উচ্চশিক্ষা আর পেশার কারণে দীর্ঘ বিরতি হলেও আবার ছোটকা-নিশুর অ্যাডভেঞ্চার নিয়ে তিনি হাজির হয়েছেন পাঠকের সামনে, এবারে একেবারে আনকোরা নতুন উপন্যাস ফেসবুকের বন্ধু নিয়ে। এই উপন্যাসেও উঠে এসেছে আধুনিকতম বিষয় - বায়োটেরোরিজম।
এই তিনটি উপন্যাস নিয়ে বিজ্ঞান নির্ভর অ্যাডভেঞ্চার সমগ্র ১। বাংলা শিশু-কিশোর সাহিত্যে এই গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ সংযোজন।