উচ্চতার নিরিখে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হলেও কাঞ্চনজঙ্ঘার প্রতি ভারতবাসীর এক দুর্ণিবার আকর্ষণ ! আমাদের ঘরের ৮০০০ মিটার শৃঙ্গ। তাকে দেখার আশায় বাঙালি বার বার ছুটে যায় দার্জিলিং, সান্দাকফু বা সিকিম । এই কাঞ্চনজঙ্ঘা অভিযান নিয়ে লেখক চমৎকার বর্ণনা করেছেন বইটিতে ।
দীপঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গের সমাজ-সাংস্কৃতিক চর্চা ও ক্ষেত্রানুসন্ধানী গবেষণায় দীর্ঘদিন যাবৎ নিয়োজিত। শিক্ষা: নৃতত্ত্বে এম এসসি এবং মাস কমিউনিকেশনে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা। হাওড়া জেলা সংগ্রহশালা ‘আনন্দ নিকেতন কীর্তিশালা’র কিউরেটর হিসাবে বহুদিন কাজ করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ‘লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র’-এর প্রকাশনার সহ-সম্পাদক। লোকসংস্কৃতি চর্চার জন্য পেয়েছেন ‘সহজিয়া সম্মান’ (২০০৮) ও ‘টেরাকোটা সম্মান’ (২০১১)।