কলকাতার বিষয়ে অনেকে জানেন আবার অনেকে ঠিক অতটা জানেন না। লেখক ১৯৮৫ সাল থেকে প্রায় ১০ বছর কলকাতার রাস্তায় ভবঘুরের মতো ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। উদ্দেশ্য কলকাতার বিষয়ে নিজের চোখে কিছু দেখা ও বোঝা। পরবর্তীকালে কলকাতায় ব্রিটিশের পদার্পণ এবং শাসন, কলকাতার আদি বাঙালি পরিবারবর্গের বিষয়ে কিছুটা স্থানীয় সামাজিক ইতিহাস, শহড়ের নানা ব্যবসায়ী সম্প্রদায়, নানা মন্দির-মসজিদ ও গির্জা-স্থাপত্যের বিবর্তন ছবি শব্দে রচিত করতে সচেষ্ট হন ।