মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শিখর। নেপার আর তিব্বত, দুদিক থেকেই ওঠা যায়। যারা অভিযানে যান, পথঘাট সব তাদের জানা। বিমান যাত্রা, যন্ত্রপাতি আর পোষাকের অভাবনীয় উন্নতি, এজেন্সির সুবিধে, পেশাদার গাইডের পরিচালনা- সবই মজুত আজ । কিন্তু নেপাল যখন বিদেশীদের জন্য নিষিদ্ধ ছিল, তখন তিব্বতের দিক দিয়ে শিখর ছোঁয়ার উদ্দেশ্যে কারা আবিষ্কার করেছিলেন পথ ? অকুতোভয় কয়েকজন ব্রিটিশ পর্বতারোহী, যারা পথিকৃৎ। তেনজিং আর হিলারীর সাফল্য লাভের অন্তত তিরিশ বছর আগে যারা একই উদ্দেশ্য নিয়ে, সুদূর ইংল্যান্ড থেকে পাড়ি জমিয়েছিলেন ভারতে, কেমন ছিল তাদের সেই অসম সাহসী অভিযানগুলো ? মাউন্ট এভারেস্টের চিরশ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী, পর্বতারোহণের ইতিহাসে যার নাম চিরকাল লেখা থাকবে স্বর্ণাক্ষরে, সেই জর্জ ম্যালরী আদৌ কি পেরেছিলেন শীর্ষে পৌঁছাতে? উত্তর আজও মেলেনি । প্রথমবার পা রেখেছিলেন কে, ম্যালরী না হিলারী? নিশ্চিতভাবে আজও বলতে পারেন নি কেউ ! সেই জর্জ ম্যালরীর জীবন কিভাবে আবর্তিত হয়েছিল মাউন্ট এভারেস্ট আর প্রথম তিনটি অভিযানকে ঘিরে, এ কাহিনীর পাতায় পাতায় তারই মর্মস্পর্শী, সচিত্র বিবরণ ।