What do you think?
Rate this book


108 pages, Hardcover
First published January 1, 2020
" Interpellation একটা 'প্রক্রিয়া', যে প্রক্রিয়ায় আমরা বিভিন্ন ভাবনা ও সংস্কৃতি নিজেদের ভেতর প্রবেশ করাই এবং একপর্যায়ে সেটা 'নিজের' মনে করি।... আমরা যখন দেখি, মাতা-পিতারা ছেলে সন্তানের খেলনা হিসেবে বন্দুক এবং মেয়েশিশুর খেলনা হিসেবে পুতুল পছন্দ করে-তখন কেন সেটা তাদের কাছে যৌক্তিক মনে হয়? কীভাবে তাদের উপহার বাছাইয়ের এই যৌক্তিকতা তৈরি হলো?... আসলে এভাবেই বিভিন্ন ভাবাদর্শ জাতিপ্রশ্নে, নর-নারীর সম্পর্ক প্রশ্নে, শ্রেণিপ্রশ্নে আমাদের পছন্দ-অপছন্দ তৈরি করে এবং আমরা সে অনুযায়ী সমাজে গ্রহণ-বর্জনে প্রবৃত্ত হই।... ভাবাদর্শ এভাবেই আমাদের 'পরিচয়' নির্ধারণ করে এবং আমরা সেই পরিচয় 'গ্রহণ' করি এবং সেভাবেই সমাজে নিজেকে স্থাপন করি। এই প্রক্রিয়াটি যে সহিংসতার মধ্যদিয়ে ঘটে তা নয়; পরিবার, স্কুল, ধর্মালয়, সংস্কৃতির অনুষ্ঠানসহ নানান স্থান থেকে নীরবে, আগ্রহের সঙ্গে আমরা এই পরিচয়, পছন্দ-অপছন্দ আত্মস্থ করে নিই।.. সেভাবেই আমরা সকল বিষয়ে আমাদের অবস্থান গ্রহণ করি। জন্মের পর এভাবেই সমাজ আমাদের 'তৈরি' করে নেয়। এই তৈরি করার পুরো প্রক্রিয়াজুড়ে রয়েছে অধিপতিশ্রেণির ভাবাদর্শ। অধিপতি শ্রেণির রাজনীতিও। অধিপতি শ্রেণির বড় এক 'অর্জন'-এর জায়গা এটা।"