আমি ব্যক্তিগত ভাবে প্রেমের উপন্যাস পছন্দ করলেও এতো বেশি মাখো মাখো গায়েপড়া প্রেম বই পুস্তকে পড়তে আরাম পাইনা। এই কাহিনী দিয়ে আরাম সে স্টার জলসা বা জি বাংলায় ২/৩ বছর মেয়াদি একটা সিরিয়াল বানানো যেতে পারে। বেকার সিরিয়াল মুখস্থ করা পাবলিক দারুন উত্তেজনার সাথে এই জিনিস খাবে। কিন্তু বই প্রেমিদের জন্য এই বই কিনে এতোগুলো টাকা জলাঞ্জলি না দেওয়ার পরামর্শ দেবো।
(**নিচের লেখাটি এই বইয়ের স্পেসিফিক কোনো রিভিউ না। লেখিকার জন্য একটি বার্তা মাত্র। চাইলেই ফেসবুকে বা আপুর কোনো গ্রুপে কমেন্ট করতে পারতাম। কিন্তু কেনো জানি চাচ্ছিনা আপু এটা পড়ুক, তাই এখানেই দিলাম।**)
মৌরি আপু, অনেক অনেকদিন পর বই পড়ার নেশায় ধরেছে তোমার বইগুলো ধরে। ধন্যবাদ। "দুয়ারে দ্বিধার দেয়াল" পড়তে পড়তে খুব সুন্দর একটা রিভিউ এসেছিল মাথায়, কিন্তু শেষ লাইন অব্দি যেতেই শুরুর লাইন ভুলে গেলাম, আর মনে আসলো না। বোধহয় সেই ২০১৯ এ তোমার "প্রেমাতাল” পড়ে তোমার ভক্তদের খাতায় নাম লিখেছিলাম। অই বয়সে অইটা ঠিক ছিলো। আর সেজন্য অবশ্য না চাইতেও ধন্যবাদ দিতে হবে এক দুর্বিষহ কাজিনকে। তারপর, এই ৫ বছরে কেবল দুইটি বই পড়েছি, দুইটাই তোমার। আবারও সেই কাজিন এর উছিলাতেই গত মাস থেকে 'লগ্নজিতা' দিয়ে শুরু হলো, সকগুলো শেষ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই।
এমন কোন রিভিউ পেয়েছো নাকি জানি না যে তোমার বই শেষ হয়ে গেলেও চরিত্রগুলো আশেপাশে ঘুরতে থাকে। স্পেসিফিক কোন চরিত্র নয়, তেমার লেখনীর স্টাইলটাই মূলত বেশী টানে। পুরো পৃথিবীকে তোমার মত করে বর্ণনা করতে ইচ্ছে হয়। বয়স্ক জেনারেশন বলতে পারে, গুহ পড়িনি, বঙ্কিম-শরৎ পড়িনি, মৌরিতে পাগল হবোই। কিন্তু জানো তো, যে লেখায় পাঠক তার মনের সাথে যত মিল খুঁজে পায়, সেই লেখা তত অমর হয়। জীবনের এই বয়সে তোমার চরিত্রগুলো পিছু ছাড়ছে না, কোন সিরিজ Binge Watch করলে যেমন সিরিজটার দুনিয়া থেকে বের হতে সময় লাগে, তোমার বইগুলোও সেরকম। জীবনের খুব জটিল এক অধ্যায় পার করছি, খুব বড় একটা ধাক্কার মুখোমুখি আছি। জানিনা, জীবন কোন দিকে মোড় নিবে, কিন্তু এই সময়ে তোমার লেখা খুব সাহায্য করলো।
দোয়া করি, আরও ১০০ মুগ্ধ-তিতির, শরৎ-প্রজ্ঞা লেখো। তারপর, ২১৩২ সালে পৃথিবীতে যখন খুব ভালোবাসার আকাল পড়বে, নীলক্ষেতের কোন এক কর্ণারে তোমার র্যান্ডম কোন ক্যারেক্টার মনে করিয়ে দিবে, পৃথিবী কতটা সুন্দর ছিল!
রোমান্স জনরা ভালো লাগে কিন্তু এত্ত বেশি গায়ে পড়ে মাখামাখি আর ইন্ডিয়ান সিরিয়ালের মেলোড্রামা নিতে পারিনি!গল্পটা আরেকটু সুন্দর আর অন্যরকম সিম্পল ক্লাসিকাল ধাচেও ফেলা যেতো কিন্তু টেনে সেই লম্বা বানায় হুদাই গেজাইসে!