মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত সময় টিনএজ বয়সটুকু। ওই বয়সের সাথে বেশিরভাগই পরিচিত হয় অনেকখানি আবেগ আর এক চিমটি বাস্তবতার মিশেল নিয়ে। তানহাও তার ব্যতিক্রম না। তার জীবনটাও কল্পিত বিভিন্ন চাওয়াপাওয়া নিয়ে কেটে যাচ্ছিল, সেই সাথে রয়েছে মায়ের প্রতি বিভিন্ন ক্ষোভ। তার অন্যতম অভিযোগ, মা তার ভাইকে আদর করে আর তাকে শুধুই শাসন করে। বড় চাচীর কথার মাঝেও সেটাই তাকে জানায়। বাবার আদরের তানহা বেড়ে উঠছিল আর সেই সাথে তার জীবনের সব সিদ্ধান্তেই একজনের উপস্থিতি প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছিল। সে হল তানহার বড় চাচার ছেলে সামির। মাঝে মাঝে বিরক্ত হলেও সামিরের প্রতি মনের মধ্যে অনেকরকম আগডুম বাগডুম চিন্তাভাবনা তানহাকে অবশ করে ফেলে। এই অবস্থার সমাপ্তি ঘটে একটি অনাকাঙ্ক্ষিত বিয়ে আর বাবার মৃত্যু দিয়ে। যা তাকে বুঝিয়ে দেয় নামে আত্মীয় হলেও আত্মার আত্মীয় সকলে হতে পারে না। তানহার সেই আত্মীয়কে কী তানহা কখনো খুঁজে পাবে?