শান্ত, নির্বিরোধী র্যাঞ্চার প্যাট্রিক হ্যাচার্ট। কারো সাতে-পাঁচে নেই। এক ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার। স্ত্রী নেই, গত হয়েছে বছর কয়েক আগে। টুইন বিউটস থেকে হপ্তার বাজার নিয়ে ফেরার পথে আক্রান্ত হলো দুই ষণ্ডার হাতে। দুই ষণ্ডা ওর ওয়াগনের একটা ঘোড়া মেরে ফেললো, শষ্য ভর্তি বস্তা কেটে ফাঁ করে দিল। এমন সময় ওর সাহায্যে এগিয়ে এলো অচেনা এক আগন্তক। দুই ষণ্ডাকে বাধ্য করল মেরে ফেলা ঘোড়া এবং নষ্ট করা শষ্যের ক্ষতিপূরন দিতে। আগন্তকের নাম নীল উইলিয়ামস। এরপর শুরু হবে গল্প। লিপ্সা আর জিঘাংসার গল্প। সম্পত্তি আর নারী যার উপাদান। কী? শুনবেন গল্পটা ?
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।