বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক লেখা হয়েছে। এর বেশীরভাগই তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে। কিন্তু যে ব্যক্তিক নীতি, নৈতিকতা ও আদর্শবোধ তাঁকে এই অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলো সেগুলো প্রায়শঃ অনুচ্চারিত থাকে। যদিও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ একটি বহুল প্রচারিত শব্দ, যা মুলতঃ ব্যবহৃত হয় ক্ষমতা চর্চার বাহুল্য হিসাবে।
এই বাহুল্য এড়িয়ে শেখ মুজিবুর রহমানের ৫৫ বছরের অসামান্য জীবন থেকে তাঁর আদর্শ, নীতি নৈতিকতার চয়ন জরুরী আত্মমর্যাদা সম্পন্ন জাতিগোষ্ঠী হিসাবে নিজেদের গড়ে তোলার জন্য। রাজনীতি বহির্ভুত একজন ব্যক্তি মানুষের জন্যও এই নীতিবোধের চর্চা উপযোগী।
"বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা' গ্রন্থটি এই উদ্দেশ্যেই রচিত।
হাসান মোরশেদের বেড়ে ওঠা এবং স্থায়ী আবাস সিলেট শহরে। পড়ালেখা এবং কর্মসূত্রে থেকেছেন ভারত ও যুক্তরাজ্যে। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। সিলেট অঞ্চলের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন।
জগতজ্যোতি দাস ও তাঁর গেরিলা দলের যুদ্ধের কথা সংগ্রহের জন্য, দাসপার্টির জীবিত গেরিলাদের সাক্ষাতের জন্য প্রায় একবছর ধরে ঘুরেছেন সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই হয়ে হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ পর্যন্ত।
'দাস পার্টির খোঁজে' হাসান মোরশেদের তৃতীয় গ্রন্থ, এর আগে রাজনৈতিক ফিকশন 'শমন শেকল ডানা' এবং অরুন্ধতী রায়ের আলাপচারীতার অনুবাদ 'দানবের রূপরেখা' প্রকাশিত হয়েছে ২০০৯ সালে।