সাহিত্যকীর্তি গ্রন্থমালা আধুনিক বাংলা কথাসাহ্যিতের একটি সিরিজ প্রকাশনা। এর প্রথম সম্ভারে ১২ টি ও দ্বিতীয় সম্ভারে ১২ টি করে মোট ২৪ টি বই প্রকাশিত হয়েছে। রত্নদ্বীপ দ্বিতীয় সম্ভারে প্রকাশিত হয়েছে। প্রভাতকুমার ছোটগল্প রচণায় বিশেষ সিদ্ধি অর্জন করলেও তার রচিত ১৪ টি উপন্যাস রয়েছে। এরমধ্যে রত্নদীপকে সমালোচকেরা অন্যতম শ্রেষ্ঠ রচনার মর্যাদা দিয়েছেন। এর কাহিনীর বাস্তব ভিত্তি থাকা সম্ভবপর। এ উপন্যাসে পাপ-পুণ্যের তৌল বিচার প্রভাতকুমার করেননি। প্রবৃত্তির আকর্ষণের মাধুর্য সত্ত্বেও প্রয়োজনে তা যে মানুষ জয় করতে পারে, ঔপন্যাসিক তাই দেখিয়েছেন।
রীতিমত রোমাঞ্চকর। ভাওয়াল রাজার মামলার আগে রচিত, সম্ভবত বর্ধমানের চাঁদপ্রতাপের ঘটনা থেকে কিছুটা অনুপ্রাণিত। কিন্তু যেহেতু থ্রিলার না, রোমান্স, তাই শেষটা ওরকমই।
অনেকদিন পর পুরাতন বাংলা বই পড়লাম। এসব বই পড়লে বাংলা ভাষার সৌন্দর্য নতুন করে বোঝা যায়। এ ধরনের কাহিনীর সঙ্গে আগে থেকে পরিচিত হলেও, এই বইতে তা একেবারেই ভিন্ন মাত্রা পেয়েছে।