শিবরাম চক্রবর্তী সৃষ্ট সমস্ত চরিত্রের মধ্যে জনপ্রিয় বর্ধন ভ্রাতৃদ্বয়- হর্ষবর্ধন ও গোবর্ধন। আসামের কাঠ ব্যবসায়ী সেই যে কলকাতায় বেড়াতে এলেন, এসে সেখানেই স্থায়ীভাবে রয়ে গেলেন। তাদের সাথে আলাপ হল শিব্রাম চকর্ বর্ তীর। এই হর্ষ আর গোবরার সমূদয় কাহিনী এবার দুটি খন্ডে সাজিয়ে দেওয়া হল। এই সংকলনে বহুদিন মুদ্রিত না থাকা গল্প যেমন আছে তেমনি সাময়িকপত্রের পাতা থেকে প্রথমবার গ্রন্থবদ্ধ হল এমন কাহিনীও পাওয়া যাবে। শৈল চক্রবর্তীর অসামান্য অলংকরণ এই বইয়ের অন্যতম সম্পদ। এই প্রথম খন্ডে রয়েছে ৩টি উপন্যাস, ৫০টি ছোটগল্প, ১টি নাটিকা ও ১টি ছড়া।