ক্রিকেটার রকিবুলের বারবার বিয়ে ভেঙ্গে যায়। সে মানুষটা ভাল, সহজ-সরল আর সাদামাটা। বারবার বিয়ে-ভাঙ্গা নিয়ে তার ভেতরে এক ধরণের বিয়ে ভীতি তৈরি হয়েছে। প্রতিবারই বিয়ের শেষ মুহূর্তে এসে কনে বলে বিয়ে ক্যান্সেল। এবার রকিবুলের বিয়ে ঠিক হলো যার সাথে, সে উঠেপড়ে লেগেছে রকিবুলকে বিয়ে করতে। অতি আগ্রহী এই কনের সাথে রকিবুলের বিয়েটা কি হবে?
বইয়ের কাহিনী সহজঃ সফল রাজনৈতিক বাবা চায় তার মেয়ে রাজনীতিতে আসুক । সেই হিসাবে তাকে তৈরি করা হয়েছে । মেয়ে নিজেও জানতো এক সময়ে তাকে রাজনীতিতে আসতে হবে । তাই সেও নিজেকে সেই হিসাবে প্রস্তুত করেছে কিন্তু মানুষ যেমন ভুল করে সেও একটা ভুল করে । এক বেকার ছেলেকে ভালবেসে । তবে সেটা সামলে নেওয়া হয় । ছেলেকে চাকরি দিয়ে মেয়ের জীবন থেকে সরে যেতে বলা হয় এবং ছেলে তাই যায় । আসল কাহিনী এর পর থেকেই শুরু ।
এই বার মেয়ে দাড়াবে বাবার নির্বাচনীয় এলাকা থেকে । প্লান মাফিক মেয়ের জনপ্রিয়তা আরও বাড়াতে মেয়ের বিয়ে ঠিক হয় দেশের বিখ্যাত ক্রিকেটারের সাথে । বিয়ের কথা সব পাকাপাকি হয়ে যেতে মাঝে এক ঝামেলা পেঁকে যায় । শেষ পর্যন্ত কি মেয়ে আসলেই নির্বাচনে জিতে এমপি হতে পারে? যে ঝামেলা বিয়ের আগে হয়েছিলো সেটা কি সমাধান হয়?
বইটা খুব বেশি বড় না । এক বৈঠকেই পড়ে শেস করা যাবে । আমার এক বসাতেই শেষ হয়েছে । অনেক দিন পর আমি একটা বই পড়ে এতো আরাম পেয়েছি । আমার পছন্দের একজন লেখক ছিল এক সময় । তার বই আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়তাম । বই পড়তে পড়তে হঠাৎ আমার মন সিক্ত হয়ে উঠতো । কি তীব্র ভাবে মনের ভেতরে ধাক্কা দিত ! এবং পরক্ষনেই আমি হোহো করে হেসে উঠতাম । গতদিন অনেক বছর পরে ঠিক সেই কাজটাই হয়েছে । কিছু লাইণ পরে হঠাৎই আমার মন সিক্ত হয়ে উঠেছে । মনে হয়েছে, ইস এতো কষ্ট কেন হবে মানুষের জীবনে আবার পরক্ষনেই আমি একা একাই জোড়ে হেসে উঠেছি ।
বইটা আমি এতোদিন পড়ি নি কারন আমি জানতাম এটা এমনই হবে । প্রিয় লেখিকার লেখার ধরন সম্পর্কে আমার পরিস্কার ধারনা আছে । মানুষ যেমন পছন্দের জিনিস যখন যত্ন করে রেখে দেয়, শেষ হতে দেয় না আমিও তাই করছিলাম । কিন্তু গতকাল পড়েই ফেললাম শেষ পর্যন্ত ! বইয়ের খারাপ দিক হচ্ছে বইয়ের একটা বানানে । যদিও আমার নিজের প্রচুর বানান ভুল যায় অন্যের বানান ভুল ধরা আমার মানায় না । তবুও প্রিয় বইয়ে বানান কেন ভুল থাকবে! প্রুফে এই বানানটা কেন চোখে পড়ে নি সেটাই অবাক লাগছে । ৫/৬ স্থানে "পরে" এর স্থানে "পড়ে" হয়ে গেছে । এটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিৎ !
লেখিকার উদ্দেশ্য করে বলব, চাকরি-বাকরি ছেড়ে দিয়ে কেবল লেখালেখি করা উচিৎ আপনার ! সরকারি টেবিলে ফাইল পত্র দেখে সময় নষ্ট করবেন না আর ! ফুল টাইম লেখালেখিতে মন দিন । পাঠকদের কে আপনার লেখা থেকে বঞ্চিত করা সত্যিই অপরাধ ! এই অপরাধ আর করবেন না !
খুউউউব-ই এভারেজ লাভ স্টোরি। স্পেশাল কিছুই ফিল হয় নাই যে আবার আমি বইটা পড়বো।তবে রকিবুল এর ক্ষমতার বিয়ে থেকে ভালোবেসে তারপর বিয়ে করার প্রতিবাদটা ভাল্লাগসে। ওভারঅল জমলো না।