Edgar P. Snow was an American journalist known for his books and articles on Communism in China and the Chinese Communist revolution. He is believed to be the first Western journalist to interview Chinese Communist leader Mao Zedong, and is best known for Red Star Over China (1937) an account of the Chinese Communist movement from its foundation until the late 1930s.
মাও সেতুঙকে নিয়ে লেখা " একজন কমিউনিস্টের জন্ম, আমি ঈশ্বর দর্শনে যাচ্ছি " শীর্ষক সাক্ষাৎকার গ্রন্থের অনুবাদ। মূল বইটি লিখেছেন সাংবাদিক এডগার স্নো। বাংলায় অনুবাদ করেছেন পার্থ রায় এবং দ্বিজেন গুপ্ত।
এডগার স্নো'র নেওয়া সরাসরি সাক্ষাৎকার নয় বইটি। বরং চেয়ারম্যান মাওয়ের সাথে আলাপচারিতার দীর্ঘসময় পরে এ বইটি লেখা। কিছু নোট নেওয়া ছিল। বাকিটা স্মৃতির ওপর নির্ভর করে লেখা।
ততদিনে মাওয়ের অবস্থান অনেকবেশি দৃঢ় হয়েছে। কমিউনিস্ট চীন এবং মাও হয়েছেন সমার্থক। চারিদিকে মাওয়ের জয়গান। এডগার স্নো এই জয়গানকে দেখেছেন কাল্ট ওয়ারশিপ তথা ব্যক্তিপূজার নিদর্শনস্বরূপ। কিন্তু সেই কথা উচ্চারণ করে পার্টির কতিপয় লোকের সমালোচনার স্বীকার হয়েছিলেন স্নো। এই প্রসঙ্গে মাও বলেছিলেন,
" ব্যক্তি-নেতৃত্বের পূজা যে চীনে আছে তার কথা লেখায় দোষ হয়েছে? এটা তো চীন দেশে আছে তা নিয়ে লিখবেন না কেন? "
মাওয়ের বক্তব্য দুটো সাক্ষ্য দেয়। প্রথমত, প্রেসকে মুক্তভাবে কথা বলার প্রতি ইতিবাচক মাও। দ্বিতীয়ত, প্রতিবিপ্লবী, শোষক এবং সাম্রাজ্যবাদের দোসর চিয়াং কাইশেককে বিতাড়িত করে চীনের বিপ্লবী জনতা অন্য ধাঁচের এক 'চিয়াং কাইশেক'কে গদিতে বসিয়েছে। যে পুঁজিবাদের দেবতাকে ধ্বস করে নিজেই দেবতার আসনে বসেছেন এবং তা রীতিমতো উপভোগ করছেন!
ততদিনে সোভিয়েট চীনা দ্বন্দ্ব ভীষণ রূপ নিয়েছে। একে-অন্যের মুখ দেখাদেখিও বন্ধ। সেই পরিস্থিতিতে স্নো মাওকে জিজ্ঞেস করেছিলেন চীন সোভিয়েটকে ডরায় কিনা? মাওয়ের উত্তরটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আগ্রহী পাঠক পড়ে নেবেন।
সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিতে চীনা কমিউনিস্ট পার্টি অধিবেশন ডেকেছিল। পার্টির সেই একাদশ অধিবেশনের পুরোটাই বইতে আছে। মাওয়ের সাক্ষাৎকারের বইতে এটি কীভাবে প্রাসঙ্গিক তা বুঝতে পারিনি। শেষে চীনের ইতিহাসের সংক্ষিপ্ত আউটলাইন আছে। তাতে সন-তারিখ ছাড়া কিচ্ছু নেই।
যথেষ্ট খটোমটো অনুবাদ। আক্ষরিক অনুবাদ যাকে বলে। সাক্ষাৎকার নেই। আছে সাক্ষাৎকার নেওয়ার স্মৃতিচারণ এবং পার্টির ভাষণ!
গাঁটের পয়সা অপচয় করতে চাইলে কিনে পড়ুন। নতুবা বইটি থেকে শতহস্ত দূরে থাকুন। মাওকে নিয়ে জানার কোনো সুযোগ নেই। অপ্রাসঙ্গিক কথায় ভর্তি।