মুসার ধারণা, চোরটা মানুষ নয়, দৈত্য। তার কথায় কান দিল না কিশাের দৈত্য থাকে শুধু রূপকথার পাতায়। তবে অত উঁচু দেয়াল ডিঙানাের ব্যাপারটাকেও উড়িয়ে দেয়া যায় না। দৈত্যের মত বিশালদেহী মানুষের পক্ষেই কেবল সম্ভব। সেই মানুষটার খোঁজেই বেরােল ওরা: কিশাের, মুসা, রবিন, ফারিহা, টিটু আর ফগর্যাম্পারকটের ভাতিজা ববর্যাম্পারকট। এ সময় জরুরী কাজে বাইরে গিয়েছিল ফগ। তাই বলে ‘ঝামেলা’ কিছু কম হলাে না।
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।