প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের সাথে পরিচয় সেই স্কুল জীবনে। হুমায়ূন আহমেদের বেশিরভাগ বইয়ের প্রথম পৃষ্ঠায় তার নামখানা চোখে ভাসত৷ একটা বয়স পেরোনোর পর জানতে পারলাম প্রচ্ছদশিল্পী একজন লেখকও বটে। তারও অনেক পরে কলেজে ভর্তি হয়ে যখন হাতে একটা এনড্রয়েড ফোন পেলাম, তার ব্যাপারে রিসার্চ করলাম। ধীরে ধীরে জানলাম, ভদ্রলোকের মতো সহজসরল, মাটির মানুষ এদেশে খুব কম সংখ্যকই আছেন। অবশ্য জন্মও তো সুনামগঞ্জ, হাওর অঞ্চলে। মাটির ঘ্রাণ যেখানে প্রকট।
বিশ হাজারের অধিক বইয়ের একজন প্রচ্ছদশিল্পী ব্যবহার করেন না কোনো স্মার্টফোন, তার নেই কোনো ফেসবুক একাউন্ট। ক'মাস আগের কথা। ধ্রুব এষ প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি পুরস্কার গ্রহণ করলেন। পুরস্কার গ্রহণকালীন সময়ের ছবিতে দেখা যায় ভদ্রলোক কোট-টাইয়ের বদলে একটা রংচটা প্যান্ট আর খুবই সাধারণ একটা টি-শার্ট পরে আছেন। পায়ে অতি সাধারণ একজোড়া চামড়ার জুতো। তার এই ব্যাপারগুলো আমার খুব বেশি ভাল্লাগে।
অনেকদিন ধরেই তার লেখা পড়ার সাধ। শেষবার সিলেট বাতিঘরে যখন গেলাম, এই বইটা কিনেছিলাম। তা হবে মাস ছয়েক আগের কথা। পড়ার ইচ্ছে হয়নি এতদিন। আজকে হলো, পড়ে ফেললাম এক বসায়। আমি সাধারণত ভৌতিক গল্প পছন্দ করি না। কেনার দিন প্রচ্ছদের গায়ে 'রহস্য কাহিনি' লেখা দেখে ব্যাকফ্ল্যাপ পড়েছিলাম। সেখানে দুটো গল্পের পাঁচটে লাইন হাইলাইট করা হয়েছে। ওই লাইনগুলো বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। সূচিতে ছয়টি গল্পের নামেও চোখ বুলিয়েছিলাম। চারটে নাম পছন্দ হলো। বাকি দুটোতে ধরতে পেরেছিলাম ভূতুড়ে কিছু হবে, তাই ভালো কিছুর আশা করিনি। কিন্তু সবগুলোতেই যে ভূত বাবাজি/মাতাজি উঁকি দিবেন তা তখন বুঝিনি।
একজন চিত্রশিল্পী-লেখকের লেখা পড়ছিলাম বলেই হয়তো প্রতিটি গল্পে চারুকলা, রং-তুলি, পেলেট, ব্রাশ, স্প্যাচুলা, আর্ট, ক্যানভাস, পেইন্টিং, পোরট্রেট, পাবলো পিকাসো ইত্যাদি বারবার উঠে আসছিল। ব্যাপারটা এক-দুটো গল্পে হলে ঠিক ছিল। কিন্তু প্রতিটি গল্পেই চিত্রশিল্প আর ভূত চলে আসার ব্যাপারটায় বিরক্ত হয়েছি। প্রতিটি গল্পের সেটিং প্রায় একই ধরনের। তাই দুটো গল্প পড়ে শেষ করার পর নতুন গল্প শুরু করার সাথে সাথেই কোন চরিত্রটা ভূত হবে সেটা আন্দাজ করে নিতে পারছিলাম এবং পড়ার আগ্রহ হারাচ্ছিলাম। গল্পগুলোর স্থান, কালে কোনো পরিবর্তন নেই। প্রতিটি ঘটনা একই জায়গায় ঘুরপাক খেয়েছে। সবগুলো গল্পের আবেশ প্রায় একই রকমের। প্রতিটি গল্পেই একটি চরিত্র থেকেও যেন নেই। এই কারণগুলোর উপস্থিতির কারণে অভিনব উপস্থাপনা আর লেখার ধরনে নিজস্বতার ছায়া থাকা সত্ত্বেও গল্পগুলো অসাধারণ কিছু হয়ে ওঠতে পারল না। বরং ছোট্ট একটা পরিবর্তনে গল্পগুলোর চেহারা হয়ে ওঠতে পারত অনন্য সুন্দর। ভূত চরিত্রটাকে ভূত না বানিয়ে বাস্তব চরিত্রে রাখতে পারলেও গল্পগুলো অন্যরকম হতো৷
এসব কিছু ছাপিয়ে দুটো ব্যাপার না বললেই নয়। প্রথম গল্প 'রাজার দেউড়ির আরটিশ ও পাখি'র প্রেক্ষাপটটা অসাধারণ। এই গল্পে ভূত এন্ট্রি নেওয়ার আগে পর্যন্ত গল্পটাও অসাধারণ এগিয়েছে। আর দ্বিতীয় ব্যাপার হলো, 'রেইনকোট' গল্পটাকে 'রহস্য কাহিনি' জনরার অন্তর্গত ধরা যায় এবং সবচেয়ে ছোট এই গল্পটাই এই বইয়ের সেরা গল্প। এবং এখানেই বইয়ের নামকরণে সার্থকতা।
সবশেষে বলব, বইটা কিশোর উপযোগী। অবশ্য আমি এখন ওই বয়সি হলেও আমার কাছে এই বই খুব বেশি ভালো লাগত এমনটা আমি মনে করি না। চিত্রশিল্পী ধ্রুব এষ, যার ব্যক্তিগত জীবনকে আমি আদর্শ মনে করি, সেই ধ্রুব এষ যখন লেখক তখন আমি সত্যিকার অর্থেই হতাশ। যদিও লেখালেখি, সাহিত্য ও শিল্পচর্চায় তার জ্ঞান অনেক উঁচুতে। সেই তুলনায় আমি অতি ক্ষুদ্র একজন! কেউ তার লেখা কোনো ভালো বই পড়ে থাকলে অনুগ্রহপূর্বক নাম জানাবেন। আমি তার ভালো একটা বই পড়ার আশায় থাকব।
বই : রেইনকোট
লেখা : ধ্রুব এষ
প্রকাশনী : ঐতিহ্য
🎭