বয়স কম আমার, দেখতেও ছোটখাট। লম্বায় বড়জোর পাঁচ ফুট তিন। কিন্তু পিস্তলে তুখোড়। পনেরো না পেরোতেই বাঁটে পাঁচটা দাগ। প্রথম ড্র বাপের দিকে পিস্তল উঁচানো ম্যাক ভার্গো নামের এক দুর্ধর্ষ খুনির বিরুদ্ধে। এর পরে আরও চারটে দাগ পড়ে গেল আমার অস্ত্রের বাঁটে। তারপর বিগ জেক নামের এক লোককে ঘাঁটাতে গিয়ে ধরা খেলাম। বদলে গেল আমার জীবন। শহর ছাড়তে বাধ্য হলাম। নিজ দায়িত্ব এখন নিজের কাঁধে। সেই সঙ্গে ছোট্ট এক মিষ্টি মেয়ের দায়িত্বও নিয়ে ফেলেছি নিজের অজান্তে। কারা যেন ওকে ছিনিয়ে নিয়ে যেতে চায়।
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।
Rating: 2.5/5. Too much descriptive and repetitive. It actually had a good plot but that went haywire due to its overtly descriptive & repetitive narrative style. At least 30-35 pages could've been easily omitted from this 310 paged book.
পড়তে গিয়ে অতিরিক্ত বর্ননা খুবই বাজে লাগছে। এতও বিশ্লেষণ দরকার ছিলোনা। আমি ব্রেন্টওয়াটার আমি খাটো,আমি অমুক আমি সমুক, নিজের সাথে নিজের কথা বলা এভাবে করতে হবে ওভাবে করতে হবে। এইসব সত্যিই বিরক্তকর। কাহিনি ভালো বইটায় যদি এইসব না থাকতো আরো ভালো লাগত পড়তে।