Audible presents Kalia Masaan, an Audible Original horror series. A deadly supernatural force, the Man of Ashes, has been walking the earth for 150 years, seeking revenge for the death of his sons, revolutionaries killed by a traitor during India’s freedom fight. He is on the hunt to destroy every member of the traitor’s bloodline with a deadly curse. Mahua, an otherwise innocent college student, is unknowingly the last living descendant of the traitor’s bloodline. When the Man of Ashes finds her, will Mahua escape his deadly curse, or will she pay a violent price for the sins of her ancestor?
The show is for adult listeners. This show is entirely fictitious and any resemblance to real persons (dead or alive), places, and/or events is purely coincidental. This show is not intended to outrage, insult, defame, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person, entity, class, or community, and does not encourage or propagate any superstitious beliefs, black magic, and/or witchcraft. Listeners should exercise their discretion.
অভীক সরকারের জন্ম পয়লা জুন, উনিশশো উনআশি সালে। বেড়ে ওঠা প্রাচীন শহর হাওড়ার অলিগলিতে। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, মা স্কুল শিক্ষিকা। রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। পেশায় সেলসম্যান, কর্মসূত্রে ঘুরেছেন পূর্ব-ভারতের প্রায় সব শহর ও গ্রাম। জীবনের বিভিন্ন পর্যায়ে বাসা বেঁধেছেন হায়দ্রাবাদ, পাটনা, মুম্বাই ইত্যাদি বিভিন্ন শহরে। শখের বই ব্যবসায়ী ও প্রকাশক। লেখালেখির শুরু আন্তর্জালে ও বিভিন্ন ব্লগে। প্রকাশিত বইগুলো হল মার্কেট ভিজিট, তিতিরপাখি ও প্রিন্সেস (সহলেখক অনুষ্টুপ শেঠ), এবং ইনকুইজিশন, খোঁড়া ভৈরবীর মাঠ, চক্রসম্বরের পুঁথি, ইত্যাদি। বিবাহিত। কন্যা সন্তানের পিতা। ভালোবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু এবং ইতিহাস।
ইতিহাস ও তন্ত্র মিশিয়ে ভয়ের গল্প লেখার চেষ্টা বাংলায় খুব বেশি হয়নি। এই উপন্যাসটি সেই ক্ষীণ ধারাটিকে বেগবতী করে তোলায় বড়ো ভূমিকা নিতে পারে। গল্পটা বহুল চর্চিত ও পঠিত, তাই তার সারসংক্ষেপ দেওয়া একান্তই অপ্রয়োজনীয়। তবে এটির সার্থকতা এর শেষ লাইনে। হিংসা আর প্রতিহিংসার স্তর পেরিয়ে এই বৈঠকী কাহিনি এক অসামান্য উচ্চতায় পৌঁছে যায় ওই লাইনেই। তার জন্য লেখক কোন জিনিসটিকে কাজে লাগিয়েছিলেন জানেন? শ্রেষ্ঠতম তন্ত্র আর সবচেয়ে শক্তিশালী জাদুটিকে। ভালোবাসা! লেখাটা যদি এখনও না পড়ে থাকেন, তাহলে অবশ্যই পড়ুন।
অভীক সরকারের যে কোনো লেখা উপভোগ্য হয়। এবারও ব্যতিক্রম হয়নি।
গল্পকথক ক্লাস এইটে পড়ে। পরীক্ষা দিয়েই জানতে পারল তার বাবার কলেজের জুনিয়র দীপান্বিতা সরখেল ওরফে ওদের প্রিয় দীপ পিসি এসেছে। এই পিসি পেশায় জিওলজিস্ট। বিয়ে-থা করেননি, থাকেন দেশের বাইরে। কলকাতায় এলেই গল্পকথকদের বাড়িতে এসে অতিলৌকিক সব ঘটনা শোনান৷ এবারও শুনিয়েছেন। গল্পে দুইটি পরম্পরা দেখা যায়। প্রথমত. দীপু পিসির কলেজে পড়ুয়া ধনাঢ্য বান্ধবী মহুয়াকে নিয়ে সাঁওতাল পরগনায় ভ্রমণ এবং দ্বিতীয়ত, সাঁওতাল বিদ্রোহের সময়কার দুই সাঁওতাল ভ্রাতা সিধু ও কানুর গৌরবময় ভূমিকা বনাম মহুয়ার পূর্বজ জমিদার হরিনাথ চৌধুরীর বেইমানির ইতিবৃত্ত। সেই ইতিবৃত্তে যোগ হয় সিধু ও কানুর পিতার প্রতিশোধের জন্য কালিয়া মাসানের প্রয়োগ।
তন্ত্র নির্ভর গল্প পড়তে আমার দারুন লাগে, এমনকি ভূতের বইএর থেকেও বেশি ভালো লাগে। এই বইটি আমার wishlist এ ছিল না, ট্রপিক কি তাও জানতাম না, হাতের কাছে সফ্ট কপি পেয়ে শুরু করেছিলাম, বেশ ভালো লাগলো।তন্ত্রের তো কতরকম ভাগ আছে, এটা আসলে মারণ উচাটন নিয়ে। এখন তো কালিয়া মাসান নাম শুনলেই আতঙ্ক গ্রাস করছে। মেদহীন ঝরঝরে লেখা, ভয়াল রসের যথার্থ ব্যবহার,খুব সুন্দর ডিটেলিং যা প্রতিটা ঘটনাকে চোখের সামনে ফুটিয়ে তোলে, সবমিলিয়ে বেশ ভালো লেগেছে। তবে দুএকটা জায়গা অতিরঞ্জিত বর্ণনা লেগেছে(যেমন - ওই ভৈরবী মায়ের নাভির জায়গা থেকে পদ্মফুল ফোটা )। গল্পের কথক দীপু পিসি, তার অভিজ্ঞতা থেকেই উঠে আসে এই কালিয়া মাসানের গল্প, এবং যা কিনা সত্য। গল্পের পটভূমি পুরুলিয়া। আমার মতো যারা তন্ত্র নির্ভর বই পড়তে ভালোবাসেন আশা করছি তাদের বইটি বেশ ভালো লাগবে।
Avik Sarkar দার "কালিয়া মাসান" পড়লাম। জাস্ট ফাটাফাটি! অভীকদার লেখার অন্ধ ভক্ত হলেও একদম নিরপেক্ষভাবেই বলছি এই উপন্যাসটা ভুলেও মিস করবেন না! "দীপুপিসি" চরিত্রটা আমাদের আরও কিছু মাস্টারপিস গল্প উপহার দিতে চলেছে এমনটাই সন্দেহ করছি। গল্পের বুনোট তৈরি হয়েছে একটা ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে। দুই ভিন্ন সময়ের মধ্যে মেলবন্ধন অভীকদার লেখায় আগেও পেয়েছি। তবে এই উপন্যাসে তা সীমিত সময়ের জন্য হলেও গল্পের পটভূমি তৈরি করে দেয় দারুণভাবেই। ডিটেলিং এর দিক থেকেও এই লেখা আগের লেখাগুলোর থেকেও অনেক এগিয়ে। তবে, অতিপ্রাকৃত দৃশ্যের বিবরণে কিছু ঘটনা পড়ে পাঠকের মনে হতে পারে যে ভয়ের গল্পের এই উপাদান হয়তো বিদেশী সিনেমা থেকে অনুপ্রাণিত। কিন্তু, এতে লেখকের কোনও দোষ নেই। এই জঁরাতে সাহিত্যের উপাদান এত বেশি যে কিছু কিছু মিল সবসময়ই থেকে যায়। কিন্তু লেখক এখানে দৃশ্যের বর্ণনা যেভাবে করেছেন, তাতে গায়ের রোম খাড়া হতে বাধ্য! সবমিলিয়ে দুর্দান্ত একটা উপন্যাস পড়লাম অনেকদিন পর। 👌
#মায়াকানন বার্ষিকী সংগ্রহ করে একবার পড়ে নিন এই উপন্যাস চট করে। আমাকে ধন্যবাদ পরে জানালেও চলবে। ;)
This a very well made Hindi audio book. The voice actors were fantastic. It is a simple story but the execution takes it to a totally different level. Turn off all the lights, sit alone and enjoy. I listened to this when I take my late night solo walks and this gave me the chills. The background score is also well done. Overall an entertaining quick listen on a lonely night.
Predictable. Could've been far better if the curse was manifested through generations, killing too many people. The revenge was the good guys tale. Not every story has to subscribe to a bloodless happy thing. The Macbeth thing was predictable. Bhairavi maa was like an afterthought, ig this is a returning character. However the descriptions were good.
This entire review has been hidden because of spoilers.
এই লেখকের আমার পড়া প্রথম কাহিনী | তবে এটা মানতে হবে ঘটনা বর্ননা যথেষ্ট সাবলিল ৷তন্ত্র সাধনা নিয়ে অনেক কাহিনী তৈরি হলেও এই বইটা কিছুটা অন্য ধাঁচের ৷ হরর বড় গল্প হিসেবে মাস্ট রিড ♥️
A usual ghost possession plot with dramatic sound effects. The narration is excellent but the story fails to throw a punch. I finished this while waiting to board a plane. Ok for a very casual and quick listen.