অঙ্গসজ্জায় কারো পরামর্শ নেওয়া হয়েছে কী না, তা প্রশ্ন থাকবে। প্রুফ রিডিং ঠিকমতন হয় নি। এটা যেহেতু ত্রৈমাসিক পত্রিকা, তাড়াহুড়ো করার সুযোগটা আরো কম। অনেক ছবির ক্যাপশনের মাথামুন্ডু বুঝি নি। সর্বজনবিদিত পক্ষীবিশারদ শরীফ খানকে কেন উপেক্ষা করা হলো, তাও বোঝা যাচ্ছে না। শিরিন সুলতানার অনুবাদ ছিল নিকৃষ্ট মানের। তারপরও ধন্যবাদ অনন্ত বিজয় দাশের মূল্যবান ফিচারের জন্য। ধন্যবাদ ম. আখতারুজ্জামান আর কাজী জাকের হোসেনদের মতন নিভৃতচারী পণ্ডিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। টাঙ্গুয়ার হাওর নিয়ে বিশদ আলোচনাও ভালো লেগেছে। সবশেষে বলব, রঙিন ছবি থাকা উচিত। দুইশ টাকার পত্রিকায় রঙিন ছবি থাকবে না, তা হয় না।