দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্পশহর বার্নপুরে। স্কুলের পাঠ সেখানেই। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। দীপান্বিতা লেখেন নিজের চারপাশের জগৎ নিয়ে। দৈনন্দিন জীবনের কঠিন বাস্তব, অভ্যস্ত খুঁটিনাটিই তাঁর উপজীব্য। শিশুদের জন্য লেখায় তিনি পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। এ ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার, গজেন্দ্রকুমার মিত্র সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার, নীল দিগন্ত পুরস্কার, দশভুজা পুরস্কার এবং সাধনা সেন পুরস্কার।
দিগন্ত দেব ওরফে দিনু টিকটিকি'র তিনটি রহস্যভেদের গল্প নিয়ে গড়ে উঠেছে এই সুমুদ্রিত, সু-অলংকৃত বইটি। যে লেখাগুলো এই বইয়ে আছে, তারা হল: ১. লুকোনো ট্রাঙ্ক ২. বিধি বাম ৩. গবেষণাগারে গুপ্তচর এই তিনটি কাহিনিই কিঞ্চিৎ বড়ো আকারের বলে তাতে চরিত্রচিত্রণ থেকে শুরু করে প্লট আর মোটিভ একটু গুছিয়ে দেখানোর সুযোগ পেয়েছেন লেখক। প্রতিটি অপরাধের মোটিভ অনেক বেশি সমকালীন ও পরিণত দেখিয়েছে। আমার নিজের পছন্দের গল্প 'লুকোনো ট্রাঙ্ক', যাতে মোটিভ সরল হলেও রয়েছে অন্য বেশ কয়েকটা প্যাঁচ আর স্তর। শুধু আদালত যদি একবারও জানতে পারে যে এইভাবে এক সিভিলিয়ান পুলিশি তদন্তে যোগ দিয়ে লোকেদের জেরা করেছেন, তাহলে সিপি তলব হবেন, আর দিনু'র বন্ধু প্রণয়কে গোসাবায় পোস্টিং নিতে হবে। হাতে পেলে বইটা পড়তেই পারেন। মন্দ লাগবে না।