বাংলা ভাষায় এমন নির্মেদ, ছিপছিপে তৎসহ প্রবল অভিঘাতসম্পন্ন লেখা আমি আগে পড়েছি বলে মনে পড়ে না। মনস্তত্ত্ব বিষয়ে লেখকের গতিবিধি ফ্রয়েডিয় বলে বোধ হয় বহুক্ষেত্রে।বেশ বিলম্ব হল এমন ব্যতিক্রমী লেখনী খুঁজে পেতে।আগে কেন পড়িনি এ আফসোসের সাথে সাথে মুগ্ধতার রেশও যে সুদূরপ্রসারী হবে একথা হলফ করে বলা যায়।