What do you think?
Rate this book


280 pages, Hardcover
Published February 1, 2020

আবহ ঈশ্বরী, আর উপকরণগুলো তার পূজারি। উপকরণরা প্রায়ই নিজেদের মধ্যে আলাপ করে। বলে-
আবহ যার আহ্বানে সাড়া দেন, সময়ে তার জন্য উত্তম আবহ তৈরি করেন। তবে সেই উত্তমের ভার অনেক মানুষ কাঁধে নিতে পারে না।
তখন ওরা কী করে?
তখন ওরা বোঝা মনে করে আবহকে দুষতে থাকে।
আবহ তখন কী করে?
বিষণ্ণ হয়, আর মহানিয়মকে ডাকে।
মহানিয়ম তখন কী করে?
মহানিয়ম বলে- যা দিয়ে তুমি আবহ তৈরি, তা দিয়েই তৈরি আমি মহানিয়ম। কিন্তু তোমার আমার পার্থক্য হলো আমি নির্লিপ্ত, তুমি বিচলিত... আবহ তখন জানা কথাটাই জেনে শান্ত হয়।