বইটার সাথে আমার পরিচয় খুব কমবয়সে, লেখক যে একজন প্রখ্যাত প্রচ্ছদকার ও অলঙ্করণ শিল্পী – সে পরিচয় আবিষ্কারের ঢের আগেই। অ্যাদ্দিন পরে খুঁজে-পেতে পড়তে গিয়ে দেখা গেল সেই ভালোলাগা টাল খায়নি এতটুকুও।
উপেন্দ্রকিশোর পড়া এবং না-পড়া সববয়সি পাঠক ও পাঠিকার ছোটবেলা। চিয়ার্স!