ভূতের গল্প-প্রেতের গল্প তেমন একটা পড়া হচ্ছিল না আজকাল। হলিউডের ভৌতিক চলচ্চিত্রের নামে পাউডারমাখা রংতামাশা বড্ড একঘেয়ে লাগছিল। এই রকম একটা সময়ে, যখন আমি যাবতীয় গদ্য সাহিত্যের প্রতি খুব বেছে-বেছে চলার মতো হয়ে গেছি, তখন ঢাকা কমিকসের ফেসবুক গ্রুপে বলা হলো এই গল্প প্রকাশের কথা। আধিভৌতিক ব্যাপার-যার সঙ্গে যুক্তি আর বুদ্ধির লড়াইয়ের ব্যাপার আছে, ভালোই লাগে। সেই থেকে নিহিলিন ক্লাব কমিক বই ধারাবাহিকের ভক্ত আমি। সেই ধারাবাহিকেরই একটা গল্প এটা। মানে শুধুই গল্প–অঙ্কন বলতে ওপরের প্রচ্ছদটাই। দারুণ রকমের গল্প টেনে নিয়ে যেতে পারেন মেহেদী হক! শব্দচয়নে আরেকটু স্বাতন্ত্র্যের পরিচয় দিলে ভালো হয়। সেই সাথে সুন্দরবনের ভূগোলটা আরেকটু বিস্তারিত থাকা দরকার–যেনবা সেখানেই বিরাজ করে পাঠক। সব মিলিয়ে সম্প্রতি পড়া সবচেয়ে চৌকস অতিপ্রাকৃত গল্প এই 'বনগৌরী'।