নাম শুনলে প্রথমেই মনে হবে জংগলের জন্তুজানোয়ার দের নিয়ে রক্তক্ষয়ী কোনও গল্পের কথা। এই উপন্যাসের গল্প রক্তক্ষয়ী বটে, আবার তা মর্মান্তিকও, তা সাধারণ মানুষের মুখে মুখে চর্চিত আবার তা একেবারে অজানা। জংগলের পশু নয়, মানুষের মধ্যেকার পাশবিক সত্ত্বা যখন চূড়ান্ত সীমায় পৌঁছয় তখন সৃষ্টি হয় "হায়নার নিঃশ্বাস"এর মতন উপন্যাস।
নারী পাচার, আঁরকাঠি চক্র, ড্রাগ মাফিয়া, উগ্রপন্থা, সিক্রেট সার্ভিস, বিশ্ব রাজনীতি মিলেমিশে একাকার হয়ে ছাড়িয়েছে ভৌগোলীক সীমারেখা। একাধারে এই উপন্যাসের গল্প বাঙালী মেয়ে তপতীর, ইউক্রেনীয় কিয়ারার, আমেরিকান এরিকার, রাশিয়ান লিলিয়ানার অমানুষিক যন্ত্রণার আবার অন্যদিকে তাদের মুক্তির লড়াই এর।
কিভাবে নারী শরীর বিক্রির টাকায় ফুলেফেপে উঠছে উগ্রপন্থা, কিভাবে ড্রাগ মাফিয়া তার রাশ টানছে, বিশ্ব রাজনীতির ছত্রছায়ায় কিভাবে হচ্ছে সমস্ত কিছুর লালনপালন, বিভিন্ন দেশের সিক্রেট সার্ভিস কিভাবে তাকে প্রতিহত করবার জন্য গোপনে কাজ করে চলেছে প্রতিনিয়ত, লোকচক্ষুর অন্তরালে ঘটে চলা এই সমস্ত কিছুর আখ্যান হল "হায়নার নিঃশ্বাস"। উপন্যাসের চরিত্ররা ভৌগোলীক সীমারেখা পার করে ঘুরে বেড়িয়েছে সারা পৃথিবী জুড়ে। ভারত, সিংগাপুর, ফিলিপিন্স, রাশিয়া, ইউক্রেন, আমেরিকার বিভিন্ন জায়গায় প্রেক্ষাপট রচিত হয়েছে এই উপন্যাসের। সর্বপরি একটা চমকপ্রদ উপস্থাপনার জন্য উপন্যাসটিকে থ্রিলারের অবয়ব দেওয়া হয়েছে।
🍀📖এই বইটি আমি কিনেছিলাম বইয়ের নাম আর প্রচ্ছদ দেখে ‘হায়নার নিঃশ্বাস’- পড়েই মনে হয়েছিলো বোধহয় ভয়ংকর কিছু হবে। যাই হোক ভুল ভাঙলো বইটি পড়া শুরু করে, বইয়ের নাম আর প্রচ্ছদ এর সাথে গল্পের কোনো মিল নেই।
🍀📖"হায়না'র নিঃশ্বাস" এটি একটি থ্রিলার উপন্যাস। উপন্যাসের গল্প ঠিক এই রকম ~ পৃথিবীর প্রাচীনতম ব্যবসা... নারী শরীর যেখানে মূলধন... অপরাধ যখন তার চূড়ান্ত সীমায় পৌঁছায়, ষড়যন্ত্র যখন মূলে গিয়ে তৈরি করে তার পরিকাঠামো.. বশিরহাটের গ্রামের মেয়ে ‘তপতী’ বিয়ের পর চলে আসে মুম্বই। সেখানেই সে বুঝতে পারে তার বিয়েটা ছিল এক গভীর চক্রান্ত। মুম্বইতে এসে সে দেহব্যবসার সাথে জড়িয়ে পরতে বাধ্য হয়। আমেরিকা থেকে ফিলিপিন্সের রাজধানি মানিলাতে এসে বিপদে পরে এরিকার পরিবার। সেখান থেকে কিডন্যাপ হয়ে দালাল চক্রের মাধ্যমে নাবালিকা ‘এরিকা’।
🍀📖তপতী ও এরিকার মতো আরো কতো মেয়ে শিকার হয়ে যাচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও যুক্ত হতে হচ্ছে এই চক্রান্তে। লোকচক্ষুর অন্তরালে আস্তে আস্তে পৃথিবীতে ছড়িয়ে পড়ে অন্ধকার.....
🍀📖সিংগাপুর, ফিলিপিন্স, ভারত থেকে হচ্ছে গোপনে নারী পাচার। দক্ষিণ আমেরিকার ড্রাগ মাফিয়া তাতে হাত মিলিয়েছে। নারী পাচার, ড্রাগ মাফিয়া, উগ্রপন্থা, সিক্রেট সার্ভিস, বিশ্ব রাজনীতি মিলেমিশে একাকার হয়েছে এই উপন্যাসে। বিভিন্ন দেশের সিক্রেট এজেন্সিগুলো ঠিক কীভাবে কাজ করছে এই সমস্ত কিছুকে প্রতিরোধ করতে?? জানতে হলে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে......
🍀📖‘ব্যক্তিগত মতামত’ উপন্যাস যখন পড়তে শুরু করলাম তখন একটু অবাক হয়েছিলাম বটে। তবে বেশ কয়েকটি পেজ পড়ার পর, গল্পে প্লট আমার বেশ ভালো লাগলো। গল্পের গতি বেশ ভালো এতোটুকুও বোর করেনি কোথাও। পুরো গল্প জুড়ে রহস্যর ঘনঘটা চারিদিকে ছড়িয়ে রয়েছে, গল্প যতো এগিয়ে চলেছে রহস্য আরো বেড়ে চলেছে। সাধারণত আমাদের সমাজেও কিন্তু এই ধরনের কাজ লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত হয়ে চলেছে। এই গল্প পড়ে আমি যেটা শিখলাম - কতোটা সাবধানতা অবলম্বন করে আমাদের পথচলা উচিৎ, কখন কোথায় কী অপেক্ষা করে আছে আমাদের জন্য তা আমরা নিজেরাই জানি না। এই উপন্যাস প্রাপ্তবয়স্কদের জন্য। আমার মনে হয় এই বই নিয়ে কোনো সিনেমা হলে আরো বেশি ভালো হতো। সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। লেখককে অনেক ধন্যবাদ। আপনার লেখার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন........ অপেক্ষায় রইলাম পরবর্তী বই এর জন্য...... অনেক ধন্যবাদ বিভার পুরো টিমকে।
📌🗒️2024 Book Review ~ 4 আবারো দেখা হবে পরের রিভিউতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনেক অনেক বই পড়ুন। ধন্যবাদ 🙂🙏