পাঁচ হাজার বছর আগের এক সভ্যতা,মিশর।ফারাও সেখানে ঈশ্বর।স্থাপত্যের উৎকর্ষ সেখানে, সঙ্গে রয়েছে নানান ধর্মীয় সংস্কার।রাজনৈতিক অস্থিরতা ফিরে ফিরে আসে সেখানে।সর্বকালের সেরা স্থাপত্য পিরামিড তৈরী হয়েছে একের পর এক| সমকালীন দক্ষিণ আমেরিকাও তখন সভ্যতার শিখরে।ঘটে চলেছে মায়া সভ্যতার বিকাশ।প্রাচীন ভারতবর্ষও পিছিয়ে নেই সভ্যতার অগ্রগতিতে।তখন মহাভারতের সময়কাল।তিনটি সভ্যতার মধ্যে ঘটে গেলো ঘনিষ্ঠ এক যোগাযোগ।নেপথ্যে রয়েছে সেই ভয়ংকর ষড়যন্ত্র| ফলস্বরূপ হারিয়ে গেলো সেই যোগাযোগের যাবতীয় ইতিহাস।ভবিষ্যৎ পৃথিবী আর তা জানতে পারলো না দীর্ঘ পাঁচ হাজার বছর ধরে।
মানুষের কৌতূহল আর লোভের কারণেই আধুনিক পৃথিবী পুনরায় সম্মুখীন হলো সেই হারিয়ে যাওয়া ইতিহাসের।তাকে কেন্দ্র করে শুরু হলো নতুন সব চক্রান্ত আর ক্ষমতা দখলের লড়াই।সেই ইতিহাস এক বিরাট বড় প্রশ্ন ছুড়ে দিলো আজকের পৃথিবীকে।এমন সব অজানা তথ্য আবিষ্কার হলো যা ঐতিহাসিকদের মাথা ঘুরিয়ে দিলো।পিরামিড, মহাভারত, হাইরোগ্লিফ, প্যাপিরাস সবকিছু সেখানে মিলেমিশে একাকার।রয়েছে গুপ্তধনের হদিসও।হঠাৎ করেই বদলে যেতে শুরু করলো সারা পৃথিবীর রাজনৈতিক সমীকরণ।কিন্তু কেন? কি ঘটেছিলো পাঁচ হাজার বছর আগে? প্রাচীন তিনটি সভ্যতার মধ্যেকার যোগাযোগই বা কি? আর তা কিভাবে বদলে দিলো আধুনিক পৃথিবীকে? সবকিছুর উত্তর খুঁজবো আমরা।আর রয়েছে একটি প্রশ্ন যা সম্পূর্ণ ইতিহাসকে বদলে দিতে পারে। "পিরামিড_কি_আসলে_ভারতীয়_আবিষ্কার?" সত্য, মিথ্যে, ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ, ষড়যন্ত্র, রাজনীতি, সম্পর্ক এবং আরও অনেক কিছু একসঙ্গে নিয়ে সর্বকালের আন্ডাররেটেড কন্সপিরেসি থিওরিকে ভিত্তি করে লেখা হিস্টোরিক্যাল ফিকশন থ্রিলার "ঈশ্বরের ষড়যন্ত্র"।