অনলাইনে অনেক উপদেশ শুনেছো, গুরুজনেরা অনেক কিছু বলেছেন কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পড়াশোনার কোনও অগ্রগতি নেই। আসলে সত্য বলতে কী, তুমি এখনই জানো যে ভালো ফলাফল করতে কী কী করতে হয়। তোমাকে যদি পরীক্ষায় ১০ নম্বরের জন্য ‘পরীক্ষায় ভালো করার পদ্ধতি’ বিষয়ে প্যারাগ্রাফ কিংবা রচনা লিখতে বলা হয়, তাহলে একদম ঝড় তুলে দিয়ে আসতে পারবে। অথচ নিজের ফলাফলের বেলাতেই যত গড়মিল। দিনশেষে তুমি ঠিকই পড়াশোনার ফন্দি-কৌশল জানো যে, নিয়মিত পড়তে হবে, নোট করতে হবে, বুঝে পড়তে হবে… কিন্তু, নিজে জানলেও ফলাফল কেন খারাপ হচ্ছে কিংবা পড়তে ভালো লাগে না কেন? কারণ, হয়তো তোমার কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই অথবা কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। অথবা, তুমি সবই জানো তবে কিছু কিছু মেথড তোমার ভুল। এবং এই ব্যাপারগুলোই ধরে ধরে ঠিক কর&#
আহামরি কতগুলো যে ভালো লেগেছে,তা না। কারণ টিপসগুলো আমি এই বই পড়ার আগেই আবিষ্কার করেছিলাম এন্ড অ্যাপ্লাই করছি। কিন্তু তাদের জন্য হেল্পফুল, যারা নিজেকে এখনো বুঝে না যে কিভাবে পড়বো, কিভাবে পড়লে ভালো হয় আমার হ্যান ত্যান........