সেলেব্রিটি শিক্ষাবিদ সাগ্নিক রায় চৌধুরীর কাছের মানুষ বৃষ্টি বসু। একসময়ের ছাত্রী বৃষ্টি তাঁর জীবনের প্রথম উপন্যাস লেখা শুরু করে। উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রে এসে যায় সাগ্নিকের জীবন। উপন্যাসটি পরে চমকে ওঠেন সাগ্নিক। কি এমন রয়েছে সেই উপন্যাসে? সাংবাদিক বান্ধবী নন্দিতার সঙ্গে গোপন দেয়া নেয়ার সম্পর্ক রয়েছে বৃষ্টির যা বেশ রহস্যজনক। কি সেই রহস্য? ঘটনাক্রমে মারা যান সাগ্নিক রায়চৌধুরী। তাঁর এই হঠাৎ মৃত্যু কি কোনো ষড়যন্ত্র? সাগ্নিকের মৃত্যুর তদন্ত শুরু করে ইন্সপেক্টর ইন্দ্রদ্বীপ। তদন্ত করতে গিয়ে শুরু হয় অন্য এক সাপ-লুডোর খেলা। তছনছ হয়ে যায় ইন্দ্রদ্বীপের ব্যক্তিগত জীবন। কোন খেলায় জড়িয়ে পড়ে ইন্দ্রদ্বীপ? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সত্য-মিথ্যা-ষড়যন্ত্র-যৌনতার রোমহর্ষক আখ্যান এই থ্রিলার উপন্যাস "ডুবসাঁতার"।