বাংলাদেশে উপনিবেশিত মনস্তত্ত্বের প্রতাপ ভয়াবহ পরিমাণে বেশি। ঔপনিবেশিক শাসনের কেন্দ্র হিসাবে কলকাতা যে সুযোগ-সুবিধা পেয়েছিল, যেভাবে 'নিজে'র সামগ্রিক আদল গড়ে নিয়েছিল, পূর্ববঙ্গ তার ভাগিদার হয়নি। দেশবিভাগেও তার মুক্তি ঘটেনি। বরং পাকিস্তানি শাসনের নানামাত্রিক বর্বরতা আর আরোপিত মতাদর্শের কারণে এই জনগোষ্ঠী নিজেদের অবস্থার স্বস্তিদায়ক পর্যালোচনার বদলে উপনিবেশিত অতীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর বড় প্রমাণ, ঔপনিবেশিক শাসনের যথার্থ 'অপর' হওয়া সত্ত্বেও ঢাকায় উপনিবেশিত অতীতের পর্যালোচনামূলক সন্দর্ভ রচিত হয়নি বললেই চলে।
এ পরিপ্রেক্ষিতে এ গ্রন্থে কাজের ক্ষেত্র হিসাবে বেছে নেয়া হয়েছে বাংলা ভাষার 'আধুনিক' জমানার ইতিহাস। ভাষার মোড়কে এখানে চলতি ইতিহাসেরই অনুসন্ধান চলছে। ভাষা- বর্ণনায় কাজটি করে ওঠা অপেক্ষাকৃত লাভজনক; কারণ, ভাষা একদিকে বিষয়, অন্যদিকে যাবতীয় বিষয়ের আধার। ভাষাকে এখানে আরোপিত বা অন্তর্নিহিত বিধির সমষ্টি হিসাবে দেখা হয়নি। বরং জনগোষ্ঠীর সামষ্টিক জীবনযাপনের চিহ্নগুলো যেভাবে জায়মান থাকে, সেভাবে বিচিত্র মত-পথ আর ক্ষমতা-সম্পর্কের অসম লড়াই রক্তের দাগ রেখে যায়, এ বই ভাষায় যথাসম্ভব তাকেই অনুসরণ করতে চেয়েছে। তাই বহিরঙ্গে ভাষার আলোচনা হলেও অন্তরঙ্গে বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ বইটি ইতিহাসেরই প্রস্তাব।
"পড়তেই হবে" অযথা এই ধরনের জেদ নিয়ে বইটা পড়লাম। সময় লেগে গেল প্রায় ১ বছর! আসলে এটা লেখকের পিএইচডি থিসিস পেপার, বই আকারে বেরিয়েছে, সাধারণ পাঠকদের জন্য নয়।
ব্রিটিশরা উপমহাদেশে আসলো, শাসন শুরু করলো, কিন্তু তারা এদেশের ভাষা জানে না। সমস্যা হচ্ছে, তখন বাংলাভাষার ব্যাকরণ জাতীয় কোনো বইয়ের অস্তিত্ব নেই। ব্রিটিশরা নিজ উদ্যোগে ব্যাকরণ প্রণয়ন করার সিদ্ধান্ত নিলো। তাদের সামনে একমাত্র আদর্শ হিসেবে ছিলো সংস্কৃত ভাষা। কাজের বোঝা কমাতে তারা সংস্কৃতের নিয়মকানুন বাংলাভাষায় চাপিয়ে দিলো। ভাষায় অকারণ জটিলতা, প্রচলিত আরবি ফারসি শব্দ পরিহার, প্রাকৃত'র বদলে সংস্কৃতকে বাড়তি গুরুত্ব দেওয়া - বাংলাভাষা ফেঁসে গেলো আজীবনের জন্য (লেখক যা উল্লেখ করেছেন "উপনিবেশায়ন" বলে।) রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজীবন; বলেছেন, "যথার্থ বাংলা ভাষা প্রাকৃত ভাষা, সংস্কৃত ভাষা নয়।" বলেই তিনি ক্ষান্ত হননি; বহু তথ্য ও প্রমাণ দিয়ে বাংলা ভাষা ও এর ব্যাকরণকে জটিলতামুক্ত করতেও সচেষ্ট ছিলেন কিন্তু চূড়ান্তভাবে সংস্কৃতপন্থীরাই জয়লাভ করেছে। তারাই দলে ভারী ছিলো সবসময়। উপনিবেশে শাসকরা কীভাবে তাদের উদ্দেশ্য সাধন করে ও পুরো ব্যবস্থাটি কীভাবে কাজ করে সে সম্পর্কেও কিছুটা জানা যায় বইটি পড়লে; যথেষ্ট সময় ও ধৈর্য থাকলে পড়ে দেখতে পারেন।